আদালতে ঘটনার বর্ণনা ভিকটিম তরুণীর

পারকি বিচে ধর্ষণ

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৮ ডিসেম্বর, ২০২১ at ৬:৩৫ পূর্বাহ্ণ

কর্ণফুলী থানাধীন পারকি বিচের হোটেলে নিয়ে বিয়ের প্রলোভনে ধর্ষণ করা হয়েছে, আদালতে এমন ঘটনার বর্ণনা দিয়েছেন ১৭ বছরের ভিকটিম তরুণী। গতকাল সোমবার মহানগর হাকিম মেহনাজ রহমানের আদালতে ফৌজদারি কার্যবিধির ২২ ধারায় তিনি ঘটনার বর্ণনা দেন। আদালতের প্রসিকিউশন শাখার সূত্র আজাদীকে এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, গত ১১ ডিসেম্বর এ ঘটনা ঘটে। সেদিন বেড়ানোর কথা বলে ভিকটিমকে পটিয়া থেকে সিএনজি টেক্সি করে বিয়ের প্রলোভন দিয়ে উক্ত হোটেলে নিয়ে যায়। সেখান তাঁর ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করা হয়। গত ১৫ ডিসেম্বর বিয়ে করবেন না বলে ভিকটিমকে জানিয়ে দেন আসামি। এ ঘটনায় ভিকটিমের পিতা কর্ণফুলী থানায় মো. জাবেদকে (২৩) আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, আসামি আর ভিকটিম সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই-বোন। তিন বছর ধরে তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে হোটেলে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার ২
পরবর্তী নিবন্ধটিকার আওতায় চাক্তাই খাতুনগঞ্জ আছদগঞ্জের শ্রমিকেরা