আদালতে আসামি ফয়সালের জবানবন্দি

হালিশহরে ব্যবসায়ী খুন

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২২ অক্টোবর, ২০২০ at ৯:০৮ পূর্বাহ্ণ

নগরীর হালিশহরে থাপ্পড়ের প্রতিশোধ নিতে মিজানুর রহমান লিটন (৫০) নামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করা কিশোর ফয়সাল (১৬) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। গতকাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরোয়ার জাহানের ৫ম আদালতে আসামি ফয়সালের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেয়া হয়।
জবানবন্দিতে ফয়সাল জানায়, হত্যাকাণ্ডের কয়েকদিন আগে হালিশহর এ-ব্লকে হাঁটতে বেরিয়েছিল সে। এ সময় বিপরীত দিক থেকে আসা মিজানুর রহমান লিটনের সাথে তার ধাক্কা লাগে। এ ঘটনায় মিজান কিশোর ফয়সালকে বকা দেয়। এক পর্যায়ে ফয়সালকে থাপ্পড়ও মারে। এতে তার আত্মসম্মানে আঘাত লাগে। পরে মিজানের ওপর ক্ষিপ্ত হয়ে ফয়সাল নগরীর নিউমার্কেট থেকে একটি ধারালো ছুরি সংগ্রহ করে। দুই-তিন রাত অপেক্ষা করার পর একদিন মিজানকে সামনে পেয়ে যায়। এক পর্যায়ে মিজানকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায় ফয়সাল।
গত ১৪ অক্টোবর রাতে ব্যবসায়ী মিজানুর রহমানের লাশ হালিশহর থানা পুলিশ খালপাড় এলাকা থেকে উদ্ধার করে। এ ঘটনায় মিজানের ভাই বাদী হয়ে হালিশহর থানায় একটি মামলা দায়ের করেন। গত ১৯ অক্টোবর রাতে ফয়সালকে গ্রেপ্তার করে পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে সড়কের ২৭৪ কোটি টাকার কাজ পেল ৪ ঠিকাদার
পরবর্তী নিবন্ধশুরু হচ্ছে শারদীয় দুর্গাপূজা, আজ ষষ্ঠী