আদালতে আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দী

চন্দনাইশে শিশু ধর্ষণ

চন্দনাইশ প্রতিনিধি | শনিবার , ১৭ অক্টোবর, ২০২০ at ৫:১৬ পূর্বাহ্ণ

চন্দনাইশে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তারকৃত আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। অভিযুক্ত ধর্ষকের নাম শহিদুল ইসলাম (১৯)। সে স্বেচ্ছায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে বলে জানায় পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম কেশুয়া এলাকার জনৈক ব্যক্তির দোকানে চাকরি করতো সাতকানিয়া উপজেলার দ্বীপ চরতি এলাকার শহিদুল ইসলাম। সে সূত্রে শহিদ দোকান মালিকের বাড়িতে থাকতো। ঘটনার দিন গত সোমবার ভোররাতে শহিদ তার মালিকের শিশু কন্যার রুমে প্রবেশ করে তার মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। এ ব্যাপারে ধর্ষিতা শিশুর পিতা বাদী হয়ে চন্দনাইশ থানায় মামলা দায়ের করলে পুলিশ শহিদুল ইসলামকে গ্রেপ্তার করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মাজহারুল ইসলাম বলেন, ধর্ষক শহিদুল ইসলামকে ১৬৪ ধারায় জবানবন্দীর আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করার পর সে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে।

পূর্ববর্তী নিবন্ধলাগেজ নিয়ে বাসা থেকে বেরিয়ে লাপাত্তা গৃহবধূ
পরবর্তী নিবন্ধসরকারি দামে আলু মিলছে না এখনো