কড়া নিরাপত্তায় চট্টগ্রাম আদালতে আনা হয়েছে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে। আজ মঙ্গলবার সকাল ১০ টায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে আনা হয়।
এর আগে গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার পথে ঢাকা বিমানবন্দর থেকে তাকে হেফাজতে নেওয়ার কথা জানান ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক।
জানা গেছে, চট্টগ্রামের একটি রাষ্ট্রদ্রোহ মামলার চিন্ময় কৃষ্ণ দাশ গ্রেফতার দেখানো হয়েছে।
গত ৩০ অক্টোবর জাতীয় পতাকার অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে চট্টগ্রামের কোতোয়ালী থানায় চিন্ময় কৃষ্ণ দাশসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা করেন মো. ফিরোজ খান নামের এক বিএনপি নেতা। তিনি চট্টগ্রামের মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।