বরাবরই রাষ্ট্রের সব আইনের প্রতি শ্রদ্ধাশীল তামিল অভিনেতা রজনীকান্ত। তারপরও এবার আইনি জটিলতায় পড়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তামিল সিনেমার মেগাস্টার। জানা গেছে, চেন্নাইয়ের কোদামবাক্কামে একটি ম্যারিজ হল রয়েছে এই অভিনেতার। সমপ্রতি রাঘবেন্দ্র নামের এই ম্যারিজ হলের জন্য গত ছয় মাসের সাড়ে ছয় লাখ রুপি কর দাবি করেছে গ্রেটার চেন্নাই করপোরেশন (জিসিসি)। খবর বাংলানিউজের।
কিন্তু এই কর মওকুফ চান রজানীকান্ত। তার আইনজীবী বিজয়ন সুব্রামানিয়ামের মাধ্যমে মাদ্রাজ উচ্চ আদালতে একটি পিটিশন দায়ের করেছেন তিনি। এতে তিনি উল্লেখ করেছেন, গত ২৪ মার্চ থেকে করোনা মহামারির কারণে এই ম্যারিজ হল খালি ছিল। তাই এ সময়ে তার কোনো আয় হয়নি।