আদালতের রায়ের পর বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র

| সোমবার , ২২ নভেম্বর, ২০২১ at ১১:২০ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রে পুলিশি বর্বরতার বিরুদ্ধে বিক্ষোভের সময় দুজনকে গুলি করে হত্যার ঘটনায় অভিযুক্ত কাইল রিটেনহাউজকে খালাস দিয়েছেন দেশটির আদালত। আদালতের রায়ের মাধ্যমে কাইল রিটেনহাউজকে মুক্তি দেওয়ায় বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। খবর বাংলানিউজের। স্থানীয় সময় গত শনিবার নিউইয়র্ক শহর থেকে পশ্চিমাঞ্চলের ক্যালিফোর্নিয়া পর্যন্ত বিক্ষোভ করা হয়। সিএনএন ও পার্স টুডের প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালের ২৫ আগস্ট উইসকনসিনের কিনোশা শহরে ৩৬ বছরের জোসেফ রোজেনবম এবং ২৬ বছরের অ্যান্থনি হুবারকে গুলি করে হত্যা করেন রিটেনহাউস। তাছাড়া ওই সময় তিন বিক্ষোভকারীকে আহত করেন। এ ঘটনায় রিটেনহাউসের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়। গত শুক্রবার সেই মামলার রায় প্রকাশ করা হয়। এতে রিটেনহাউসকে নির্দোষ হিসেবে খালাস দেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধসুদানে ক্ষমতাচ্যুত হামদক প্রধানমন্ত্রী পদে ফিরছেন
পরবর্তী নিবন্ধইউরোপে কোভিড বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষোভ