চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা পুলিশ হেফাজতে শহিদুল্লাহ নামে এক দুদক কর্মকর্তার মৃত্যুর ঘটনায় আদালতের পক্ষে থেকে হওয়া মামলায় ৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পনোয়ানা জারি হয়েছে।
সোমবার (২৪ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর পিপি মুফিজুল হক ভূইয়া।
গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া আসামিরা হলেন, রনি আকতার প্রকাশ তানিয়া (২৭), তানিয়া সুনতানা প্রকাশ কলি আকতার (১৯), এস এম আসাদুজ্জামান প্রকাশ আসাদ (৫০), মোঃ জসিম উদ্দিন (৪০), মোঃ লিটন (৪৮) ও আকিবুর রহমান আকিব (২৬)।
আদালত সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে জাল জালিয়াতি মাধ্যমে কাজের মেয়েকে বাদী সাজিয়ে মামলা দায়ের করে আদালতের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজসে সমন গোপন করে পরবর্তীতে ওয়ারেন্ট ইস্যু করে ঐ দুদক কর্মকর্তাকে গ্রেফতার করে চান্দগাঁও থানা পুলিশ। পরে পুলিশ হেফাজতে মৃত্যুবরণ করেন দুদক কর্মকর্তা শহিদুল্লাহ।
এ ঘটনায় নিহতের দুদক কর্মকর্তার স্ত্রী বাদী হয়ে চট্টগ্রাম আদালতে তৎকালীন চান্দগাঁও থানার ওসি ও এসআইসহ সংশ্লিষ্ট কয়েকজনের বিরুদ্ধে মামলা করা হয়। মামলাটি তদন্ত করছে পিবিআই। ঘটনার সাথে জড়িত পাবলিক আসামিদের গ্রেফতার করা হয়।
ঐ ঘটনার কয়েকদিন পর ভূয়া বাদী সাজিয়ে জাল জালিয়াতির মাধ্যমে সমন গোপন করে গ্রেফতারি পরোয়ানা জারির অভিযোগে আদালতের বেঞ্চ সহকারী ওসমান গনি বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় আরেকটি মামলা করা হয়। এই মামলা তদন্ত শেষে অভিযুক্ত ৭ জনের বিরুদ্ধে গত ফেব্রুয়ারির ২ তারিখ গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।
আসামিদের পরোয়ানা জারির বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতি: উপ পুলিশ কমিশনার (সদর) উপ পুলিশ কমিশনার পদে পদোন্নতিপ্রাপ্ত মাহমুদা বেগম বলেন, আদালত থেকে ওয়ারেন্ট ইস্যু হলে সংশ্লিষ্ট থানা ব্যবস্থা নিবেন।