চট্টগ্রাম আদালতের পশ্চিম দিকে থাকা চলাচলের পুরাতন একটি সিঁড়ি পুনরায় চালু করার জন্য জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানকে স্মারকলিপি দেওয়া হয়েছে। গতকাল চট্টগ্রাম জেলা পিপি কার্যালয় থেকে এ স্মারক লিপি দেওয়া হয়। জেলা পিপি কার্যালয় এ উদ্যোগ গ্রহণ করেন।
পিপি কার্যালয় জানায়, জেলা প্রশাসক আইন কর্মকর্তাদের বক্তব্য অনেক ধৈর্য সহকারে শুনেন এবং বিষয়টি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেখার জন্য নির্দেশনা দেন। তিনি বলেন, জনগণের কল্যাণ, সেবা এবং নিরপত্তা বিধান করার জন্যেই সরকার আমাদের দায়িত্ব দিয়েছেন। এই সরকার জনগণের ন্যায় সংগত স্বার্থ রক্ষায় বদ্ধপরিকর।
মানুষের চলাচলের পথ সুগম রাখার স্বার্থে সকল প্রকার ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন। এসময় সরকারি আইন কর্মকর্তা তপন কুমার দাশ, মোহাম্মদ মহসিন, মাহতাব উদ্দিন চৌধুরী, আজাহারুল হক, ইমরান উদ্দিন ও কামরুল হাসান রাসেল উপস্থিত ছিলেন। পিপি কার্যালয় জানায়, চট্টগ্রামের আদালত ভবনের প্রতিষ্ঠালগ্নে আদালতের নির্মিত পশ্চিম পাশের তথা জহুর হকার মার্কেটের পাশ দিয়ে চলাচলের সিঁড়িটি খুলে দেওয়া হলে সংশ্লিষ্টরা উপকৃত হবে।