রাঙ্গুনিয়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে এক নারীর পৈতৃক সম্পত্তিতে ইমারত নির্মাণের অভিযোগ উঠেছে। ঘটনাটি উপজেলার দক্ষিণ রাঙ্গুনিয়া ইউনিয়নের পূর্ব সরফভাটা ৯ নম্বর ওয়ার্ড এলাকায়। এ নিয়ে ভুক্তভোগী নারী প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করে আইনগত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী পারভীন আক্তার স্থানীয় মৃত নুরুল আলমের একমাত্র কন্যা। তিনি দীর্ঘদিন ধরে তার পৈতৃক ৯ শতক জমির মালিকানা ভোগ করে আসছেন। তবে সমপ্রতি ঐ জমিটি দখলের চেষ্টা শুরু করেন মনসুর আলীর স্ত্রী ছুরুতুর নাহার নামে এক নারী।
অভিযোগে বলা হয়, গত ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজার সরকারি ও সাপ্তাহিক ছুটির সুযোগ নিয়ে অভিযুক্ত ছুরুতুর নাহার বহিরাগতদের সহায়তায় ঐ জমিতে জোরপূর্বক ইমারত নির্মাণ শুরু করেন। এতে স্থানীয় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।
এর আগে, অভিযুক্ত ব্যক্তি নির্মাণকাজ শুরু করলে পারভীন আক্তার আদালতের শরণাপন্ন হন। গত ২৯ জুলাই তিনি রাঙ্গুনিয়া সিনিয়র সহকারী জজ আদালতে (অপর ১২২/২০২৫) মামলা দায়ের করে নিষেধাজ্ঞার আবেদন জানান। আদালত ২৪ সেপ্টেম্বর ঐ স্থানে নির্মাণকাজে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। তবে আদালতের আদেশ অমান্য করে ছুরুতুর নাহার নির্মাণকাজ অব্যাহত রাখছেন বলে অভিযোগ করেছেন পারভীন আক্তার। তিনি চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসন ও স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ দাখিল করে বলেন-‘আদালতের নিষেধাজ্ঞার পরও আমার পৈতৃক সম্পত্তিতে নির্মাণ কাজ চলছে। এতে আমি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।’
এ বিষয়ে স্থানীয়দের দাবি, আদালতের আদেশ উপেক্ষা করে কেউ আইন নিজের হাতে তুলে নিলে তা সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি করবে। তাই সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। প্রেস বিজ্ঞপ্তি।