আদালতের কার্যক্রম আজ থেকে ফের ভার্চুয়ালি

আজাদী প্রতিবেদন | সোমবার , ১২ এপ্রিল, ২০২১ at ৬:২৬ পূর্বাহ্ণ

করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় ফের নিম্ন আদালতের কার্যক্রম ভার্চুয়ালি চলবে মর্মে আদেশ জারি করেছে সুপ্রীম কোর্ট। আদেশ অনুযায়ী আজ সোমবার থেকে এ ব্যবস্থা কার্যকর হবে। গতকাল রোববার সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগ থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি হয়। আদেশে বলা হয়, সোমবার থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে জামিন ও অতীব জরুরি ফৌজদারি দরখাস্তসমূহ নিষ্পত্তি করার উদ্দেশ্যে আদালত ও ট্রাইব্যুনালের কার্যক্রম পরিচালনা করতে হবে। আদেশে বলা হয়, বাংলাদেশ সূপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগ থেকে প্রদত্ত জামিন আদেশের ক্ষেত্রে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/ চীফ মেট্রাপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে জামিননামা দাখিল করতে হবে। এছাড়া সাংবিধানিক বাধ্যবাধকতায় প্রত্যেক চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এক বা একাধিক ম্যাজিস্ট্রেট যথাসময়ে স্বাস্থ্যবিধি মেনে শারীরিক উপস্থিতিতে দায়িত্বপালন করবেন।
উল্লেখ্য, গত বছর করোনার মাঝামাঝি সময়ে ভার্চুয়াল কোর্ট চালু করা হয়। করোনা ভাইরাসের প্রকোপ কমে আসলে এ ব্যবস্থা বন্ধ করে শারীরিক উপস্থিতির মাধ্যমে কোর্টের কার্যক্রম চালু করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসর্বাত্মক লকডাউনে বন্ধ থাকবে আন্তর্জাতিক ফ্লাইট
পরবর্তী নিবন্ধপাহাড়ে টেনে নিয়ে যুবককে খুন