আদানির বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ

পর্যালোচনায় চাপ বাংলাদেশের

| শুক্রবার , ২০ ডিসেম্বর, ২০২৪ at ৬:১৮ পূর্বাহ্ণ

ভারত সরকারের কাছ থেকে পাওয়া কর ছাড় সুবিধার কথা গোপন করে দেশটির বিদ্যুৎ সরবরাহকারী কোম্পানি আদানি পাওয়ার চুক্তি লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। পিডিবি কর্মকর্তাদের বরাতে রয়টার্স লিখেছে, কর সুবিধা পাওয়ার বিষয়টি দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশকে জানানোর কথা থাকলেও তা করেনি আদানি। ভারতীয় ওই কোম্পানি তাদের দেশে যে কর ছাড় পেয়েছে, সে অনুযায়ী বিদ্যুতের দাম ধরা হলে বাংলাদেশের ২৮.৬ মিলিয়ন ডলার সাশ্রয় হওয়ার কথা। বিদ্যুৎ উপদেষ্টা ফাওজুল কবির খান রয়টার্স বলেছেন, এই সাশ্রয়ের বিষয়টিই ভবিষ্যৎ আদানি পাওয়ারের সঙ্গে আলোচনার মূল বিষয়বস্তু হবে। খবর বিডিনিউজের।

ধনকুবের গৌতম আদানির এই কোম্পানি ভারতের পূর্বাঞ্চলে ঝাড়খণ্ডের কয়লাভিত্তিক কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহের জন্য ২০১৭ সালে বাংলাদেশের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নথিপত্র এবং দুই পক্ষের চিঠি চালাচালি এবং পিডিবির ছয় কর্মকর্তার সাক্ষাৎকার পর্যালোচনা করে রয়টার্স এক প্রতিবেদনে বলেছে, কোনো ধরনের দরপত্র প্রক্রিয়া ছাড়াই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে চুক্তি করেছিলেন, তার ব্যয় কয়লা বিদ্যুতের অন্যান্য চুক্তির তুলনায় অনেক বেশি। ওই চুক্তি নিয়ে পুনরায় আলোচনার বিষয়ে এখন আশাবাদী বাংলাদেশ।

পূর্ববর্তী নিবন্ধ২১ দিনে এক গ্রাহককে ৮৯০ কোটি টাকা ঋণ, পুরোটাই আত্মসাৎ
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় সাংবাদিক ও শিক্ষার্থীর ওপর হামলার অভিযোগ