আদানির ঘুষের অভিযোগ ইস্যুতে ভারতীয় পার্লামেন্টে হট্টগোল, বন্ডের দরপতন

| মঙ্গলবার , ২৬ নভেম্বর, ২০২৪ at ১০:৫০ পূর্বাহ্ণ

ভারতের পার্লামেন্টে শীতকালীন অধিবেশনের প্রথম দিনই আদানি ইস্যুতে হট্টগল হয়েছে। এর জেরে প্রথম দিনই সংসদের অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়। ঘুষ কেলেঙ্কারির মুখে বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নেওয়ায় এক বছরের মধ্যে সর্বনিম্নে নেমে এসেছে গৌতম আদানির ডলার বন্ডের দাম। খবর বিডিনিউজের।

যুক্তরাষ্ট্রে ঘুষকাণ্ডে আদানি গোষ্ঠীর নাম জড়ানো নিয়ে সোমবার ভারতের পার্লামেন্ট অধিবেশনে আলোচনা চায় বিরোধীরা। কংগ্রেসের নেতৃত্বে বিরোধী দলগুলো আদানিইস্যুতে এই আলোচনা দাবি করে। অভিযোগ, সৌরবিদ্যুৎ সরবরাহের বরাদ্দ পেতে ভারতীয় কর্মকর্তাদের মোটা অঙ্কের ঘুষ দিয়েছেন আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গৌতম আদানিসহ কয়েকজন। তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের একটি আদালতে মামলা দায়ের হয়েছে। জারি হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। বিরোধীদের হট্টগোলের জেরে সোমবার দুপুর ১২টা পর্যন্ত দুই কক্ষেই অধিবেশন মুলতবি হয়। দুপুরের দিকে নিম্নকক্ষ লোকসভা এবং উচ্চকক্ষ রাজ্যসভার অধিবেশন ফের শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আদানি ইস্যুর পাশাপাশি উত্তরপ্রদেশে সহিংসতার ঘটনা নিয়ে বিরোধীরা হট্টগোল শুরু করলে অধিবেশন বুধবার পর্যন্ত মুলতবি করা হয়।

ভারতের বিরোধী দলগুলো গত সপ্তাহে বলেছিল, সোমবার পার্লামেন্টের বৈঠকে তারা আদানি ইস্যু উত্থাপন করবে। পার্লামেন্টের উচ্চকক্ষে কার্যক্রম শুরু হওয়ার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খড়গে লেখেন, অধিবেশন শুরু হওয়ার পর সরকারের প্রথম কাজ হওয়া উচিত আদানি কেলেঙ্কারি নিয়ে বিস্তারিত আলোচনা করা। কারণ, বিষয়টির সঙ্গে ভারতের বৈশ্বিক ভাবমূর্তি জড়িয়ে।

পূর্ববর্তী নিবন্ধইসরায়েলি নেতাদের মৃত্যুদণ্ড চান ইরানের খামেনি
পরবর্তী নিবন্ধসাবেক ব্যাংক কর্মকর্তা নুরুল ইসলাম