আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেন, ইসলামী জ্ঞান থাকলে কল্যাণ লাভ সম্ভব আর তা নাহলে কখনোই কল্যাণ সাধন করা যাবেনা। আল্লাহকে স্মরণ করা মানে দুর্নীতি, অপরাধ মুক্ত থাকা। এসকল কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারলেই মহান আল্লাহর পথে জীবন পরিচালিত করা সহজ হবে তাতেই আদর্শ জীবন গড়তে সহায়ক হবে। তিনি বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, চট্টগ্রাম মহানগরী আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে শিক্ষক সমাবেশ ও আলোচনা সভায় এসব কথা বলেন। গতকাল নগরীর চকবাজারস্থ কিশলয় কমিউনিটি সেন্টারে সংগঠনের সভাপতি প্রফেসর মোহাম্মদ নূরুন্নবীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও ইসলামী চিন্তাবিদ ও আরবী বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর ড. আ.ক.ম. আব্দুল কাদের, ফেডারেশন উপদেষ্টা অধ্যক্ষ মোহাম্মদ নূরুল আমিন, ইসলামী মিশন, জাপানের সাবেক সভাপতি এ টি এম মিজবাহুল কবির, দারসুল কুরআন পেশ করেন ইসলামী মিশন, জাপানের সভাপতি হাফেজ মাওলানা ছাবের আহমদ, ইসলামী সংগীত পরিবেশন করেন পাঞ্জেরী শিল্পীগোষ্ঠীর সদস্য আশফাক খালেদ। প্রেস বিজ্ঞপ্তি।