এম.আবু ছালেহ নাগরিক স্মরণসভা কমিটির উদ্যোগে সাবেক গণ পরিষদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা এম. আবু ছালেহর নাগরিক শোকসভা ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান গত ৯ আগস্ট চট্টগ্রাম প্রেসক্লাবের এস. রহমান হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এম. আবু ছালেহ নাগরিক স্মরণসভা কমিটির সভাপতি, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক আবু সুফিয়ানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সাবেক রাষ্ট্রদূত, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি এস এম আবুল কালাম। মুখ্য আলোচক ছিলেন, মহানগর আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক, কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী। স্মারক আলোচক ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা কাজী আবু তৈয়ব। স্মরণসভা কমিটির সাধারণ সম্পাদক আসিফ ইকবালের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. বাসন্তী প্রভা পালিত, দক্ষিণ জেলা কৃষক লীগের সভাপতি আতিকুর রহমান চৌধুরী, কবি আশীষ সেন, কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল কান্তি দাশ, লায়ন সুজিত কুমার দাশ, বীর মুক্তিযোদ্ধা মো. ইদ্রিস, কিরণ লাল আচার্য্য, বাদশা মিয়া, চৌধুরী আবুল কালাম, নেসার আহমদ, প্রধান শিক্ষক বিজয় শংকর চৌধুরী, সঙ্গীত শিল্পী অচিন্ত্য কুমার দাশ, পূর্বাশার আলোর সাধারণ সম্পাদক শাহ আলম সিকদার, কবি সজল দাশ, আবছার রশিদ আইয়ুব, বিজয ধর, আবৃত্তিশিল্পী সোমা মূৎসুদ্দী, কবি মনজুর আলম, এম. নুরুল হুদা চৌধুরী, নিলয় দে, মো. জাফর আলম, মো. তিতাস, মিফতাহল জান্নাত, তবলা শিল্পী কানুরাম দে, সাব্বির সোহেল, শিহাব রহমান, পারভিন আক্তার, শ্যামল ভট্টাচার্য, রোকসানা পলি, মো. সাইফুল্লাহ, রাজু দাশ, শিউলী চক্রবর্তী, চৌধুরী নুজহাত, চৌধুরী সারাফ, রকি দে, সাহিনুর আক্তার, মো. হাসান, নুরুল আলম, মো. পারভেজ, রুমা চক্রবর্তী, উৎপত্ত দত্ত, রাজ শীল, সাজিদুল ইসলাম, মোহাম্মদ সায়েদ, সজিবুর ইসলাম, মাহিমুল ইসলাম, নুরুল ইসলাম, মো. মিনহাজ প্রমুখ। শুরুতে বঙ্গবন্ধু, শহীদ পরিবারবর্গ, জাতীয় চারনেতা, বীর মুক্তিযোদ্ধা এম. আবু ছালেহসহ সকল শহীদ মুক্তিযোদ্ধার প্রতি সম্মান জানিয়ে নিরবতা পালন করা হয়। সভায় প্রধান অতিথি বলেন, এম. আবু ছালেহ একজন জনদরদী দেশপ্রেমিক রাজনীতিবিদ ছিলেন। আজীবন তিনি ত্যাগের রাজনীতি করে গেছেন। আদর্শের রাজনীতিতে তিনি ছিলেন আদর্শ প্রতিষ্ঠানের নাম। তিনি সবসময় আওয়ামী পরিবারের একজন অভিভাবক হিসেবে কাজ করতেন। এম. আবু ছালেহকে মরোণত্তর স্বাধীনতা পদক প্রদানের দাবি জানানো হয়। সভাপতি বলেন, জীবনের চরম দুঃসময়েও আবু ছালেহ কখনোই দেশপ্রেমের আদর্শ থেকে নিজেকে বিচ্যুত করেননি। সভায় ১০ জন শিক্ষার্থীকে এম. আবু ছালেহ স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।