প্রিমিয়ার ইউনিভার্সিটির গণিত বিভাগের উদ্যোগে বিএসসি (অনার্স) প্রোগ্রামের ২১তম ব্যাচ ও এমএসসি প্রোগ্রামের ১৩তম ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার প্রিমিয়ার ইউনিভার্সিটির দামপাড়াস্থ ভবনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস এম নছরুল কদির। বিশেষ অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার ও বিজ্ঞান অনুষদের সহকারী ডিন মোহাম্মদ ইফতেখার মনির, ইভটিজিং প্রিভেনশন কমিটির সদস্য জুলিয়া পারভিন, সহকারী প্রক্টর ড. তাসনিম উদ্দিন চৌধুরী, লাইব্রেরিয়ান মো. কাউসার আলম, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক ইয়াকুব আলী এবং গণিত বিভাগের অ্যালামনাই ও ফটিকছড়িস্থ ধর্মপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরাম উল্লাহ। সভাপতিত্ব করেন গণিত বিভাগের চেয়ারম্যান ড. হারাধন কুমার মহাজন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক এস এম নছরুল কদির বলেন, গণিত এমন একটি বিষয়, যা কেবল একটি একাডেমিক শাখা নয়, বরং এটি যুক্তিবোধ, বিশ্লেষণী ক্ষমতা ও সমস্যা সমাধানের দক্ষতা গড়ে তোলে। এই দক্ষতাগুলো জীবনের প্রতিটি ক্ষেত্রে তোমাদের এগিয়ে যেতে সাহায্য করবে। তিনি শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, সময়ানুবর্তিতা ও নৈতিকতার ওপর গুরুত্বারোপ করে বলেন, বিশ্বায়নের এই যুগে শুধু ভালো ফলাফলই যথেষ্ট নয়, একজন আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলাই হবে প্রকৃত সাফল্য।
বিশেষ অতিথি রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির তাঁর বক্তব্যে গণিত কেন পড়তে হবে, সে–ব্যাপারে ব্যাখ্যা দেন। ইভটিজিং প্রিভেনশন কমিটির সদস্য জুলিয়া পারভিন তাঁর বক্তব্যে যৌন হয়রানির সংজ্ঞা প্রদান করেন এবং যৌন হয়রানি প্রতিরোধে করণীয় নিয়ে আলোচনা করেন।
সহকারী প্রক্টর ড. তাসনিম উদ্দিন চৌধুরী প্রিমিয়ার ইউনিভার্সিটির স্টুডেন্টস কোড অব কন্ডাক্ট তুলে ধরে শৃঙ্খলা ও নৈতিক আচরণের ওপর গুরুত্ব দিয়ে বলেন, সুস্থ ক্যাম্পাস সংস্কৃতি গড়ে তুলতে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা প্রয়োজন।
সভাপতির বক্তব্যে গণিত বিভাগের চেয়ারম্যান ড. হারাধন কুমার মহাজন নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, গণিত বিভাগ সবসময় শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা ও গবেষণার পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর। ১৭তম ব্যাচের শিক্ষার্থী তিথি দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদাউস, মামুন–অর–রশিদ, প্রভাষক মাহবুবুর রহমান, সুমাইয়া ইয়াসমিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












