আদর্শ নাগরিক ফোরাম চট্টগ্রামের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি কুসুমবাগ আবাসিক এলাকা, দামপাড়াস্থ আল ইমান স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয়। এতে অধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান চৌধুরী বলেন, অক্সিজেনের প্রধান উপাদান বৃক্ষ তাই প্রাকৃতিক দুর্যোগ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি এম. ওসমান গনির সভাপতিত্বে ও ডা. আলী রুম্মানের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন শহিদুল ইসলাম, ওমর ফারুক, ফারজানা আক্তার, আমেনা আক্তার, মহিমা রহমান, হ্যাপী আক্তার প্রমুখ। কর্মসূচিতে আরো ১০টি বিদ্যালয় ও মাদ্রাসাকে ১০০ ফলদ ও ১০০ বনজ চারা প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।