‘আত্মিক উন্নয়নের মূল চাবিকাঠি তাসাউফ চর্চা’

| মঙ্গলবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ at ১০:৩৮ পূর্বাহ্ণ

হযরত খাজা ইউনুছ আলী এনায়েতপুরী (রহ.) এবং বাংলা সাহিত্যের অমর লেখক খাজা ছাইফুদ্দীন এনায়েতপুরীশম্ভুগঞ্জীর (রহ.) মুস্তাহ্‌সান ওরছ ময়মনসিংহ শম্ভুগঞ্জ লালকুঠি পাক দরবারে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হযরত মাওলানা খাজা সুজাউদ্দৌলা (মা.জি..)। সভাপতির বক্তব্যে তিনি বলেন, বর্তমান মুসলিম বিশ্ব দিনদিন ইসলামের মূলধারা থেকে বেরিয়ে নৈতিক পদস্খলন এবং মনুষ্যত্ব হারিয়ে ফেলছে। এ সমস্ত বিবেকবর্জিত, মুসলমানদের শরিয়ত ও তরিক্বতের জ্ঞান শিক্ষা দেওয়ার মাধ্যমে ইসলামের সঠিক রূপরেখায় আনায়ন করতে হবে। এজন্য তাসাউফ চর্চা সকলের জন্য অতীব জরুরি। কারণ আত্মিক উন্নয়নের মূল চাবিকাঠি হচ্ছে তাসাউফ চর্চা। এ চর্চার মাধ্যমে মানুষের আত্মদর্শন ও আত্মোপলব্ধি জাগ্রত হয়। অতিথি ছিলেন, কবিসাহিত্যিক পীরজাদা খাজা আলাউল হক অলি। এ উপলক্ষে কর্মসূচির মধ্যে ছিলপতাকা উত্তোলন, কুরান পাঠ, হামদ, নাত, মানাকাবাত পরিবেশন, ওয়াজনসিহত, রুহানী বয়ান, জিকিরআজকার, মুরাক্বাবা, জিয়ারত, জিয়াফত। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবায়েজিদ বোস্তামীর (রহ.) আদর্শ জীবনে অনুসরণীয় ও অনুকরণীয়
পরবর্তী নিবন্ধআনোয়ারায় গৃহবধূর আত্মহত্যা