হযরত খাজা ইউনুছ আলী এনায়েতপুরী (রহ.) এবং বাংলা সাহিত্যের অমর লেখক খাজা ছাইফুদ্দীন এনায়েতপুরী–শম্ভুগঞ্জীর (রহ.) মুস্তাহ্সান ওরছ ময়মনসিংহ শম্ভুগঞ্জ লালকুঠি পাক দরবারে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হযরত মাওলানা খাজা সুজাউদ্দৌলা (মা.জি.আ.)। সভাপতির বক্তব্যে তিনি বলেন, বর্তমান মুসলিম বিশ্ব দিনদিন ইসলামের মূলধারা থেকে বেরিয়ে নৈতিক পদস্খলন এবং মনুষ্যত্ব হারিয়ে ফেলছে। এ সমস্ত বিবেকবর্জিত, মুসলমানদের শরিয়ত ও তরিক্বতের জ্ঞান শিক্ষা দেওয়ার মাধ্যমে ইসলামের সঠিক রূপরেখায় আনায়ন করতে হবে। এজন্য তাসাউফ চর্চা সকলের জন্য অতীব জরুরি। কারণ আত্মিক উন্নয়নের মূল চাবিকাঠি হচ্ছে তাসাউফ চর্চা। এ চর্চার মাধ্যমে মানুষের আত্মদর্শন ও আত্মোপলব্ধি জাগ্রত হয়। অতিথি ছিলেন, কবি–সাহিত্যিক পীরজাদা খাজা আলাউল হক অলি। এ উপলক্ষে কর্মসূচির মধ্যে ছিল– পতাকা উত্তোলন, কুরান পাঠ, হামদ, নাত, মানাকাবাত পরিবেশন, ওয়াজ–নসিহত, রুহানী বয়ান, জিকির–আজকার, মুরাক্বাবা, জিয়ারত, জিয়াফত। প্রেস বিজ্ঞপ্তি।