আত্মা-অনুসন্ধান করতে চেয়েছেন কবি শ্রীপতি রঞ্জন বিশ্বাস

খড়িমাটির প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা

| বৃহস্পতিবার , ১৪ আগস্ট, ২০২৫ at ১২:১০ অপরাহ্ণ

ছন্দের অনবদ্য সৃষ্টি কবিতা। শ্রীপতি রঞ্জন বিশ্বাসের কবিতা ছন্দবদ্ধ ও সহজ পঙ্‌ক্তির দীপ্ত উচ্চারণ। যা সৃজনশীল মানুষকে মানবিক করে তুলে। হৃদয়ের উত্তাপে অপূর্ব নন্দনের শাণিত বাস। বিষয়বৈচিত্র্যে নিজেকে খুঁজেছেন যেন আত্মঅনুসন্ধানের পরিপ্রেক্ষিতে কবি হয়ে যাওয়া। গত ১১ আগস্ট থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের গ্যালারি হলে কবি শ্রীপতি রঞ্জন বিশ্বাসের ‘ছন্দময় পঙ্‌ক্তিমালা’ কবিতা বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। অনুষ্ঠানে অতিথি ছিলেন কবি ও নাট্যজন অভীক ওসমান, চট্টগ্রাম ফিল্ম ইনস্টিটিউটের সভাপতি ও চলচ্চিত্র নির্মাতা শৈবাল চৌধূরী, নাট্যজন সুচরিত দাশ খোকন, চবি বাংলা বিভাগের অধ্যাপক প্রকাশ দাশগুপ্ত, সাংবাদিক রমেন দাশগুপ্ত, সংস্কৃতিজন ভাস্কর রায় ও কবিপুত্র শান্তনু বিশ্বাস। কবি শ্রীপতি রঞ্জন বিশ্বাসের কবিতা আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী প্রণব চৌধুরী, মুজাহিদুল ইসলাম ও প্রতিমা দাশ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে জন্মাষ্টমী উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তাসহ ব্যাপক প্রস্তুতি
পরবর্তী নিবন্ধলায়ন্স ক্লাব চিটাগাং গোল্ডেন সিটির নবগঠিত কমিটির দায়িত্বভার গ্রহণ