চট্টগ্রাম-১৫ সাতকানিয়া লোহাগাড়া আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী বলেছেন, তাজকিয়াতুন নাফস তথা আত্মার পরিশুদ্ধির জন্য হক্কানী পীরের কাছে বাইয়াত গ্রহণ অপরিহার্য। ইসলামী জীবন জিজ্ঞাসার পরিপূর্ণতা ও স্থিতিশীলতার জন্য বাইয়াতের প্রয়োজনীয়তা ও গুরুত্ব অপরীসিম। বাইয়াত হল আল্লাহ পাকের সন্তুষ্টি ও রেজামন্দি অর্জনের লক্ষ্যে নিজের জান ও মালকে ইসলামী জীবনযাত্রার দায়িত্বশীল ব্যক্তি তথা হক্কানী পীরের কাছে আনুগত্যের শপথের মাধ্যমে আল্লাহর পথে উৎসর্গ করার ওয়াদা বা প্রতিশ্রুতিবদ্ধ হওয়া। বাইয়াত গ্রহণ করা, তরীক্বার সবক নেয়া, তরীক্বার সবক্ব আদায় করা, ছোহবত ইখতিয়ারের মাধ্যমে তাজকিয়াতুন নাফস বা আত্মশুদ্ধি লাভ হয়। এর ফলে মহান আল্লাহ পাক ও উনার হাবীব হুজুর পাক (সা.) এর সাথে নিসবত স্থাপিত হয়। তিনি গত বুধবার বেলা ১২টায় ফটিকছড়ি জামেয়া উবাইদিয়া নানুপুরে আয়োজিত সেমিনার এবং সমসাময়িক মাসলা মাসায়েল নিয়ে উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে উপরোক্ত কথা বলেন। জামেয়া উবাইদিয়া নানুপুরের মহাপরিচালক আল্লামা ছালাহ উদ্দিন নানুপুরীর সভাপতিত্বে সেমিনারে মাদ্রাসার মোহাদ্দিস, মোফাচ্ছির, মুফতিসহ বিভিন্ন স্তরের শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।












