আত্মাবিশ্বাস থাকা চাই

হামিমা জামিল রুমা | রবিবার , ৯ এপ্রিল, ২০২৩ at ৫:৩৬ পূর্বাহ্ণ

আমাদের সমাজের উচ্চশিক্ষিত ও উচ্চপদস্থ মস্তিষ্কগুলোর আচরণ এখন এমন যে, যদি জীবনে আপনি অসফল হয়েছেন তাহলে সকল খারাপের উদাহরণ আপনি। আর যদি জীবনে সফল তাহলে সকল প্রকার ভালোর উদাহরণ আপনি। এই দুনিয়া সফল ব্যক্তির পা চাটে অসফল ব্যক্তিকে তামাশার পাত্র ভাবে আর তাদের সাথে খারাপ আচরণ করে। তাই অসফল হয়েছেন বলে ভেঙে পড়বেন না, ওই ব্যর্থতা দ্বিতীয়বার উঠে দাঁড়ানোর শক্তি হিসেবে নিজের মধ্যে ধারণ করুন। উপরে আল্লাহ আছে সাথে নিজের মা বাবা পরিবার আছে, আর কিছুই দরকার নেই। সফলতা আসবেই, আসতেই হবে, এমনভাবে নিজের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হোন। সফল হবার জন্য প্রচুর চেষ্টা আগ্রহ পরিশ্রম করার সাহস থাকতে হয়, না টাকা পয়সা, না কারো সাপোর্ট। চেষ্টা পরিশ্রমটা সঠিকভাবে সঠিক পথের জন্য হলে টাকা পয়সা ও সাপোর্টের ব্যবস্থা আল্লাহ করে দিবেন।

নিজেকে কখনো কারো থেকে কম ভাববেন না। মনে রাখবেন আপনি একজনই যার মতো অন্য আরেকজন নেই। আপনার সুস্থ মস্তিষ্ক আছে, চিন্তা করার ক্ষমতা আছে, বুদ্ধিমত্তা আছে, নিজের আইডিয়াগুলো জীবনে প্রয়োগ করে ভালো রেজাল্ট বের করার সক্ষমতা আছে, তাহলে কিসের ভয় কিসের মন খারাপ? উঠে দাঁড়ান বস্‌! এখনই সময় চমৎকার কিছু করে পৃথিবীকে চমকে দেয়ার। মানুষ যখন স্বার্থের লোভে অন্ধ হয়ে যায়, তখন অসফল মানুষদের তামাশার পাত্র ভাবে আর হাসিঠাট্টা করে বসে, তখনই নিজের অনুপ্রেরণার শক্তি নিজের মধ্যে থেকে বের করে আনতে হয়। নিজের ভেতর যে অমূল্য মুক্তাটা আছে কাজের মাধ্যমে তা দিয়ে সবাইকে অবাক করে দিতে হয়। শুধু নিজের সাথে প্রতিজ্ঞা করুন, আমি খুব পরিশ্রম করবো। আমি বারবার আঘাতে আঘাতে টুকরো টুকরো হয়ে যাবো তবুও ভেঙে পড়বো না, অনেক ধৈর্য রাখবো। আমি হাজারবার প্রতারিত হবো তবুও বলবো আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। আমি সর্বাবস্থায় আল্লাহর উপর ভরসা রাখবো। এই প্রমিসগুলো নিজের সাথে করেছেনতো, বিশ্বাস করুন দুনিয়ার কোনো অপশক্তি আপনাকে আটকে রাখতে পারবে না। সফল আপনি হবেনই, হতেই হবে ইনশাআল্লাহ।

পূর্ববর্তী নিবন্ধঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলা-নর্ডিক সাহিত্য উৎসব
পরবর্তী নিবন্ধদেশ হতে দেশান্তারে