চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে আত্মহত্যা প্রবণতা প্রতিরোধে আমাদের সচেতনতা, দায়িত্ব, কর্তব্য ও দ্রুত করণীয় শীর্ষক সভা সমপ্রতি ভার্চ্যুায়ালি অনুষ্ঠিত হয়। এতে আলোচনায় অংশগ্রহণ করেন ত্রিপুরার কবি নিয়তি রায় বর্মন, লন্ডন প্রবাসী নারী সংগঠক সুগতা বড়ুয়া, শিক্ষাবিদ বিজয় শংকর চৌধুরী, হুমায়ুন কবির, সাহিত্যিক হামিদুল আজম, আবৃত্তিশিল্পী সোমা মুৎসুদ্দী, সঙ্গীতশিল্পী সঙ্গীতা চৌধুরী, সাংবাদিক সুজিত কুমার দাশ, সংগঠনের সভাপতি বাবুল কান্তি দাশ, সম্পাদক আসিফ ইকবাল, সুমন চৌধুরী প্রমুখ। সভায় বক্তারা বলেন বর্তমানে আত্মহত্যা দিন দিন বেড়ে চলেছে। অকালে অনেকেই আত্মহত্যার পথ বেঁচে নিচ্ছে। আত্মহত্যা প্রবণতা প্রতিরোধে আমাদের সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নানারকম পারিবারিক কলহসহ নানারকম অবক্ষয়ের হাত থেকে তরুণ যুব সমাজকে বাঁচাতে হবে। পারিবারিক ও সামাজিকভাবে সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাড়াতে হবে। সব রকশা, ব্যর্থতা ভুলে নতুন প্রত্যয়ে জেগে উঠার শপথ নিতে হবে। প্রতিরোধে আমাদের সচেতনতা, দায়িত্ব, কর্তব্য ও দ্রুত করণীয় শীর্ষক সভা সমপ্রতি ভার্চ্যুায়ালী অনুষ্ঠিত হয়। এতে আলোচনায় অংশগ্রহণ করেন ত্রিপুরার বিশিষ্ট কবি নিয়তি রায় বর্মন, লন্ডন প্রবাসী নারী সংগঠক সুগতা বড়ুয়া, শিক্ষাবিদ বিজয় শংকর চৌধুরী, হুমায়ুন কবির, সাংবাদিক ও সাহিত্যিক হামিদুল আজম, আবৃত্তিশিল্পী সোমা মুৎসুদ্দী, সঙ্গীতশিল্পী সঙ্গীতা চৌধুরী, সাংবাদিক সুজিত কুমার দাশ, সংগঠনের সভাপতি বাবুল কান্তি দাশ, সম্পাদক আসিফ ইকবাল, সুমন চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












