আত্মহত্যা প্রতিরোধে একদল শিক্ষার্থীর উদ্যোগ

| রবিবার , ১২ মে, ২০২৪ at ১১:৪৭ পূর্বাহ্ণ

চট্টগ্রামে আত্মহত্যা প্রতিরোধে স্বেচ্ছাসেবী কার্যক্রম নিয়ে মাঠে নেমেছে মনোকর্ণ নামের একটি সংগঠন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ চট্টগ্রামের বিভিন্ন কলেজের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা মিলে এই সংগঠনটি গড়ে তুলেছেন। গতকাল শনিবার চট্টগ্রাম কাজীর দেউড়িস্থ ব্রাক লার্নিং সেন্টারে ‘পাশেই আছি’ নামে একটি প্রজেক্ট উদ্বোধনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা আরম্ভ করলো মনোকর্ণ।

পাশেই আছি প্রজেক্টের ডিরেক্টর জেরিন মুশতারী বলেন, সামপ্রতিক সময়ে আত্মহত্যার হার অনেক বেড়েছে। মূলত বিভিন্ন হতাশা থেকে মানুষ এই পথ বেছে নেয়। মানসিক স্বাস্থ্যের যত্ন নেয়া গেলে এই হার অনেক কমানো সম্ভব। সেই ভাবনা থেকেই চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়া মনোবিজ্ঞানের শিক্ষার্থীদের নিয়ে আমরা মনোকর্ণ গড়ে তুলেছি। মানুষের মনের কথা শুনার মাধ্যমে আত্মহত্যা প্রবণ মানুষদের পাশে দাঁড়ানোই আমাদের লক্ষ্য। এর প্রথম উদ্যোগ হল ‘পাশেই আছি’ প্রজেক্ট। এই প্রজেক্টে একটা হট লাইনের মাধ্যমে আমরা মানসিক স্বাস্থ্য সম্পর্কে মানুষকে কাউন্সেলিং করবো।

এই লক্ষ্যে এর মধ্যে মনোকর্ণের ৯ জন সদস্যকে মেন্টাল হেলথ ফার্স্ট এইডার হিসেবে প্রশিক্ষণ দেয়া হয়েছে। দুইজন সাইকোলজিস্ট ও একজন সাইক্রিয়াট্রিস্টের সমন্বয়ে তিন দিনব্যাপী কর্মশালার মাধ্যমে তাদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। ট্রেনিং সেশন পরিচালনা করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের মনরোগ বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. পঞ্চানন আচার্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাহীনুর রহমান ও সাইকোলজিস্ট ও বিহেভিয়ার থেরাপিস্ট নাজমুল হক। এখন থেকে হট লাইনের মাধ্যমে তাঁরা মেন্টাল হেলথ সম্পর্কে প্রাথমিক কাউন্সেলিং করবেন। প্রশিক্ষণ গ্রহন ও কিভাবে পাশেই থাক প্রকল্প কাজ করবে এই বিষয়ে অনুষ্ঠানে কথা বলেন প্রশিক্ষণ প্রাপ্ত মনোকর্ণের সদস্য মাহদিয়া মানার ইসলাম মাশুরা।

উদ্বোধনী অনুষ্ঠানে মনোকর্ণের সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দা জান্নাতুল নাইম সিদ্দিকা, চট্টগ্রাম কলেজের মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক হাসিব আল মাহমুদ, সেরেনিটির কনসালটেন্ট সাইকোলজিস্ট তোফা হাকিম, সাইকোলজিস্ট ও বিহেভিয়ার থেরাপিস্ট নাজমুল হক, আফরোজা আফরিন।

পূর্ববর্তী নিবন্ধবিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ৪১তম সিন্ডিকেট সভা
পরবর্তী নিবন্ধকঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় নেতা কর্মীদের ভূমিকা রাখতে হবে