বিসিসি চট্টগ্রাম অঞ্চলের প্রোগ্রামিং প্রতিযোগিতা

| শুক্রবার , ৫ জুলাই, ২০২৪ at ৬:৫২ পূর্বাহ্ণ

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) উদ্যোগে চট্টগ্রাম অঞ্চলে স্কুল ও কলেজ পর্যায়ে প্রথমবারের মতো প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

গত শনিবার বিকাল ৪টায় এসএ খালেদ রোডস্থ চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয় মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিসিসি চট্টগ্রামের আঞ্চলিক পরিচালক রাহুল কংশ বনিক।

চট্টগ্রাম অঞ্চলের মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার শফিউল আলম সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চবি’র কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী আশরাফউজ্জামান। বিশেষ অতিথি ছিলেন চবি অধ্যাপক ড. অছিয়র রহমান ও সহযোগী অধ্যাপক রোকন উদ্দিন ফারুখী। অতিথি ছিলেন বিসিসির প্রশিক্ষণ ও উন্নয়ন বিভাগের ইনচার্জ মো. জফরুল আলম খান, সিস্টেম ম্যানেজার গোলাম রব্বানী, বিসিসি ফরিদপুরের আঞ্চলিক পরিচালক অলিউল্লাহ আহামদ, অমিত দাশগুপ্ত প্রমুখ।

ওইদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জুনিয়র ও সিনিয়র গ্রুপের প্রতিযোগিতায় অংশ নেয় শিক্ষার্থীরা। শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

পূর্ববর্তী নিবন্ধচিনিশিল্পের রুগ্নদশা কাটাতে যৌথ উদ্যোগে এস আলম অ্যান্ড কো.
পরবর্তী নিবন্ধসরকারি সম্পত্তি আত্মসাতে জাল দলিল একজন গ্রেপ্তার