আত্মসাৎ মামলায় অভিযোগ গঠন বাতিলে ইউনূসের আবেদন খারিজ

| বৃহস্পতিবার , ২৫ জুলাই, ২০২৪ at ১১:০৬ পূর্বাহ্ণ

গ্রামীণ টেলিকমের শ্রমিককর্মচারীদের লভ্যাংশ আত্মসাতের মামলায় অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের আবেদন খারিজ করে দিয়েছে হাই কোর্ট। একইসঙ্গে এক বছরের মধ্যে মামলা নিষ্পত্তি করতে বিচারিক আদালতকে নির্দেশ দেওয়া হয়। গতকাল বুধবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের বেঞ্চ এ আদেশ দেয়। খবর বিডিনিউজের। ইউনূসের আবেদনের শুনানি করেন অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক বলেন, গ্রামীণ টেলিকমের শ্রমিককর্মচারীদের লভ্যাংশ আত্মসাতের মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে (কোয়াশমেন্ট) হাই কোর্টে আবেদন করেছিলেন এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান মুহাম্মদ ইউনূস। তিনদিন এ বিষয়টির ওপর শুনানি হয়। শুনানি শেষে আবেদনটি খারিজ করে দেন আদালত। একইসঙ্গে এক বছরের মধ্যে মামলাটি শেষ করতে বিচারিক আদালতকে নির্দেশ দেন।

পূর্ববর্তী নিবন্ধ‘জোকার টু’র ট্রেলার প্রকাশ্যে
পরবর্তী নিবন্ধসেন্টমার্টিন যাওয়ার পথে ট্রলার ডুবি ১১ জনকে উদ্ধার, নিখোঁজ ১