বাংলাদেশ আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং বার আউলিয়া কলেজ পরিচালনা পরিষদের সভাপতি আমিনুল ইসলাম বলেছেন, অভিভাবকের দায়িত্ব হচ্ছে সন্তানদের মাঝে আত্মসম্মানবোধ জাগ্রত করা। কারণ আত্মসম্মানবোধ সম্পন্ন মানুষ কখনো অন্যায় করতে পারে না। সন্তানরা যেন একা একা বেড়ে না উঠে। তারা যেন মানুষের সংস্পর্শ পেয়ে বেড়ে উঠে। তাহলে তাদের বিবেক জাগ্রত হবে, যোগ্য মানুষ হিসেবে গড়ে উঠবে। শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের যেমন দায়িত্ব রয়েছে, তেমনি অভিভাবকদেরও দায়িত্ব রয়েছে। তাই অভিভাবকদের তাদের সন্তানদের প্রতিভা অন্বেষণে নিবিড় পর্যবেক্ষণ ও তদারকি করতে হবে।
গতকাল শনিবার লোহাগাড়ায় বার আউলিয়া কলেজের উদ্যোগে হল রুমে আয়োজিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কলেজ অধ্যক্ষ মোহাম্মদ ফয়েজ উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে এতে কলেজ পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ বিশেষ অতিথি ছিলেন।
তিনি বলেন, সকল ক্ষেত্রে আওয়ামী লীগ সরকার উন্নয়ন কাজ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। মানুষের জীবন মান উন্নয়নের জন্য সরকার অসংখ্য উদ্যোগ গ্রহণ করেছে। যা বিগত কোন সরকার করতে পারেনি। সমাবেশে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।












