প্রতিবছরের ন্যায় এবারও যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো মহাত্মাদের আত্মার আত্মসংলাপ বিষয়ক অনুষ্ঠান ‘মহাত্মা সম্মেলনু২০২৫’। চট্টগ্রাম দরবার শরীফের উদ্যোগে শুক্রবার (২১ মার্চ) চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। মহাত্মা সম্মেলনের উদ্যোক্তা চট্টগ্রাম দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা ছৈয়দ জাফর ছাদেক শাহের (মাজিআ) সভাপতিত্বে সম্মেলনের মূল আলোচনায় প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। বাদ জুমা আলোচনা সভা ও ১৩তম রাহে ভান্ডার এনোবল এওয়ার্ড প্রদান করা হয়। এবার শিক্ষাবিদ হিসেবে চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোজাহিদুল ইসলাম চৌধুরী, সমাজসেবায় আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন, মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধা একরামুল করিম, চিকিৎসায় বক্ষ্যব্যাধি বিশেষজ্ঞ ডা. মো. নাজমুল হাসনাইন নওশাদ, ছুফি সাধনায় বরিশাল চিশতিয়া দরবার শরীফের পরিচালক হযরত শাহসুফি সাইদ শাঁই চিশতি, লেখক ও গবেষণায় শামসুল আরেফীন, আলেমে তরিকতে কুমিল্লা মজলিসে বেলায়ত শরীফের পীর মাওলানা সোহরাব হোসাইন আতিকী, ছুফি শিল্পী হিসেবে আলহাজ্ব মোহাম্মদ আলী হায়দার, ছুফি গীতিকার ও সুরকার হিসেবে মোহাম্মদ বাদশাহ আলম ও প্রযুক্তিবিদ হিসেবে ইনোভার্সেল আইটি ফার্মের আবু বক্কর সিদ্দিককে রাহে ভান্ডার এনোবল এওয়ার্ড প্রদান করা হয়। মহাত্মা সম্মেলন উদযাপন পরিষদের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভায় শাহাজাদা সাইফুল আলম নাইডুর সঞ্চালনায় সভায় মেয়র বলেন, মানুষের মন্দ স্বভাবগুলোর অন্যতম হলো অন্যের সমালোচনা করা। কে কোথায় কী করল, সেই চিন্তায় ব্যতিব্যস্ত থেকে অনেকে দিনের একটি বড় অংশ ব্যয় করে। অথচ অন্যের সমালোচনা গর্হিত কাজ। তাই নিজে নিজের সমালোচনা করতে হবে। তবেই সে নিজের আত্মাকে সংশোধন ও পরিশুদ্ধ করে মহাত্মা হতে পারবেন। প্রেস বিজ্ঞপ্তি।