নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে দাঙ্গার উসকানি দেওয়ার মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। গতকাল বৃহস্পতিবার সকালে তারা ঢাকার হাকিম আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন। মহানগর হাকিম আশেক ইমাম শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন। বিএনপির দুই জ্যেষ্ঠ নেতার পক্ষে জামিন শুনানি করেন আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার, কালাম খান, সৈয়দ জযনুল আবেদীন মেজবাহসহ কয়েকজন। শুনানিতে তারা বলেন, যে ধারায় এ মামলা হয়েছে তা জামিনযোগ্য। খবর বিডিনিউজের।বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও এ মামলার আসামি। তবে তিনি আদালতে আত্মসমর্পণ করেনি বা জামিন নেননি।