আত্মসমর্পণের পর জামিন পেলেন চাম্বলের মুজিবুল

ইভিএম নিয়ে মন্তব্য

বাঁশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ১৯ জুলাই, ২০২২ at ১০:৩৯ পূর্বাহ্ণ

বাঁশখালীতে ইসির দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণের পর জামিন পেয়েছেন চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী। গতকাল সোমবার চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন নাহার রুমির আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।

গত ২৯ মে চাম্বলের বাংলা বাজার এলাকায় এক নির্বাচনী সভায় বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মুজিবুল হক চৌধুরী ইভিএম নিয়ে বিরূপ মন্তব্য করলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এই প্রেক্ষাপটে মুজিবুল হক চৌধুরীর বিরুদ্ধে গত ৫ জুন উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ফয়সাল আলম বাদী হয়ে বাঁশখালী থানায় মামলা দায়ের করেন। আদালত সূত্রে জানা যায়, এ মামলায় মুজিবুল হক চৌধুরী হাইকোর্ট থেকে জামিন নেন। জামিনের সময় শেষে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত উভয়পক্ষের শুনানি শেষে জামিন মঞ্জুর করেন। এদিকে নির্বাচন পেছানোর ফলে এলাকার সাধারণ জনগণ ও সাধারণ, সংরক্ষিত আসনের সদস্যরা উপজেলা সদরে মানববন্ধন করে।

পূর্ববর্তী নিবন্ধসিলেটে বন্যাকবলিত পরিবারের মাঝে মাংস বিতরণ
পরবর্তী নিবন্ধপথশিশুদের মাঝে স্বেচ্ছাসেবক লীগের রান্না করা খাবার বিতরণ