চেক প্রতারণার মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তিনি হলেন খন্দকার লতিফুর রহমান আজিম। নগরীর পাঁচলাইশ থানার নাসিরাবাদ হাউজিং সোসাইটি এলাকার মৃত খন্দকার মিজানুর রহমানের ছেলে তিনি। গতকাল চট্টগ্রামের চতুর্থ মহানগর যুগ্ম দায়রা জজ রাজিয়া সুলতানা তাকে কারাগারে পাঠানোর এই আদেশ দেন। এর আগে খন্দকার লতিফুর আত্মসমর্পণ করে জামিন চেয়ে আবেদন করলে আদালত তা নাকচ করে দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আশকর আলী সুজন এ তথ্য নিশ্চিত করেন।
আদালত সূত্রে জানা যায়, এরাজ এন্টারপ্রাইজের মালিক খন্দকার লতিফুর রহমান আজিমকে ব্যবসার জন্য টাকা দেন মফিজুর রহমান নামে এক ব্যক্তি। পরবর্তীতে মফিজুর রহমানকে পাওনা টাকা পরিশোধে খন্দকার লতিফুর রহমান আজিম বিভিন্ন সময়ে ৯টি চেক দেন। চেকের বিপরীতে টাকার পরিমাণ ছিল ১ কোটি ৭৫ লাখ ৮৮ হাজার টাকা। কিন্তু খন্দকার লতিফুর রহমান আজিম চেকের টাকা পরিশোধ না করায় ২০১৪ সালের বিভিন্ন সময়ে পাঁচটি চেক প্রতারণার মামলা করেন মফিজুর রহমান। ২০২২ সালের ২১ মার্চ চট্টগ্রামের চতুর্থ মহানগর যুগ্ম দায়রা জজ আদালত ১ কোটি ৭৫ লাখ ৮৮ হাজার টাকা জরিমানা ও পাঁচটি মামলায় প্রত্যেক মামলায় এক বছর করে মোট পাঁচ বছরের কারাদণ্ডের রায় দেন।