‘আত্মশুদ্ধি অনুশীলন ও চর্চার ক্ষেত্রে বায়তুশ শরফ এক ব্যতিক্রমী প্রতিষ্ঠান’

আবদুল জব্বারিয়া আদর্শ মহিলা দাখিল মাদ্রাসার সভা

| রবিবার , ২৫ জানুয়ারি, ২০২৬ at ১১:১৬ পূর্বাহ্ণ

রাহবারে বায়তুশ শরফ আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী বলেন, ইসলামে নারী শিক্ষার গুরুত্ব অপরিসীম। ব্যক্তি পরিবার সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে নারীশিক্ষার বিকল্প নেই। কাজেই নারী শিক্ষার বিষয়টাকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। রাহবারে বায়তুশ শরফ আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী গতকাল বাদ মাগরিব বড়হাতিয়া মিয়াজিপাড়া শাহ আবদুল জব্বারিয়া আদর্শ মহিলা দাখিল মাদ্রাসার ১০ম বার্ষিক সভা এবং আল্লামা শাহ মুহাম্মদ আবদুল জব্বার রাহ. এর ২৮তম ওফাত বার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন, আত্মশুদ্ধি অনুশীলন ও চর্চার ক্ষেত্রে বায়তুশ শরফ এক ব্যতিক্রমী প্রতিষ্ঠান। যে মনীষার নামে বড়হাতিয়া মিয়াজিপাড়া শাহ আবদুল জব্বারিয়া আদর্শ মহিলা দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে তাঁর কর্মের পরিধি কেবল মসজিদ, মাদ্রাসা আর খানকায় কেন্দ্রীভূত ছিলনা। মেধামনন, যোগ্যতা, দক্ষতা, উদারতা, বদান্যতা, সহনশীলতা, আত্মশুদ্ধি ও খোদাভীতির এক জ্বলন্ত আধার ছিলেন। মাহফিলে বিশেষ অতিথি ছিলেন বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশের সেক্রেটারি হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ। উপস্থিত ছিলেন বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদের যুগ্ম সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ হারুন শেঠ, মাদ্রাসার সেক্রেটারি মুহাম্মদ শহীদুল হক। বক্তব্য রাখেন চুনতি হাকিমিয়া কামিল কামিল (অনার্সমাস্টার্স) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোছাইন, মাওলানা ইউসুফ আরমানী, মাওলানা জালাল উদ্দীন, মাওলানা আইয়ুব আলী আনছারি, মাওলানা জিয়াউল হক আনছারি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধভাটিয়ারীর সন্তান হিসেবে আপনাদের পাশে থাকতে চাই
পরবর্তী নিবন্ধশ্রমিকদের অধিকার রক্ষায় দাঁড়িপাল্লায় ভোট নিশ্চিত করুন : এটিএম রেজাউল