আত্মশুদ্ধির মাধ্যমে দ্বীনের খেদমত করতে হবে

রাউজানে আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ্‌ (ম.জি.আ.)

রাউজান প্রতিনিধি | বুধবার , ১৯ অক্টোবর, ২০২২ at ৬:৩০ পূর্বাহ্ণ

রাহনুমায়ে শরিয়ত ও তরিকত হযরতুল আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ্‌ (ম.জি.আ.) বলেছেন, আল্লাহ্‌ ও রাসূল (সা.)’র সন্তুষ্টি অর্জন করতে পারলেই ইহকাল ও পরকালের শান্তি নিশ্চিত করা যায়। তিনি ভক্ত মুরীদদের উদ্দেশে আরো বলেন, নফস শয়তানকে মোকাবিলা ও আত্মশুদ্ধির মাধ্যমে দ্বীনের খেদমত করতে হবে। ইসলামের নামে বাতেল ফেরকাসমূহ থেকে নিজের জান-মাল ও ঈমান আক্বিদাকে হেফাজত করতে হবে।

গতকাল মঙ্গলবার রাউজান কলেজ মাঠে গাউসিয়া কমিটি রাউজান উত্তর শাখা আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিলের সুন্নী কনফারেন্সে তিনি প্রধান মেহমানের বক্তব্য রাখছিলেন। এদিন দুপুরে তিনি রাউজান আরআরএসি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মহিলাদের বায়েত করান। পরে রাউজান কলেজ মাঠে সমাবেশে আসেন। এখানে জোহর ও আছরের নামাজের ইমামতি করেন আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ্‌ (ম.জি.আ.)। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (ম.জি.আ.), বিশেষ বক্তা ছিলেন সাহেবজাদা আল্লামা সৈয়্যদ মুহাম্মদ কাশেম শাহ(ম.জি.আ.)।

রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে ও মাহফিল পরিচালনা কমিটির আহ্বায়ক সৈয়দ মাওলানা ইয়াছিন হোসেন হায়দরীর সঞ্চালনায় মাহফিলে বিশেষ অতিথি ছিলেন আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডট মুহাম্মদ মহসিন, গাউসিয়া কমিটি বাংলাদশের চেয়ারম্যান পেয়ার মুহাম্মদ, মহাসচিব শাহাজাদ ইবনে দিদার, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোছাহেব উদ্দীন বখতিয়ার। বক্তব্য দেন, মাওলানা জসিম উদ্দিন আল আজহারী, আব্দুর রাহিম মোস্তাফা আল আজহারী, মাওলানা আবুল কালাম বয়ানী, উত্তর জেলা গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আহসান হাবীব চৌধুরী হাসান, অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ ইলিয়াস নুরী, রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব, সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, প্যানেল মেয়র বশির উদ্দিন খান, কাউন্সিলর কাজী ইকবাল, জসিম উদ্দিন চৌধুরী, ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, শাহজাদা আসাদ উল্লাহ প্রমুখ। প্রধান অতিথি দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন। সমাবেশে অসংখ্য ভক্ত হুজুরের হাতে বায়েত গ্রহণ করেন।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলী কোল্ড স্টোরেজ পরিদর্শনে আগ্রাবাদ ভূমি অফিস কর্মকর্তা
পরবর্তী নিবন্ধ৭৮৬