আত্মমর্যাদাবোধ ছাড়া যোগ্যতা অর্থহীন

আইআইইউসি’র প্রশিক্ষণ কর্মসূচিতে মুহাম্মদ শাহজাহান

| রবিবার , ২১ সেপ্টেম্বর, ২০২৫ at ১২:৫৫ অপরাহ্ণ

আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ শাহজাহান বলেছেন,যোগ্যতার সাথে নৈতিকতার সমন্বয় না হলে তা মানবতার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তিনি আরো বলেন, পৃথিবীতে একজন মানুষ যদি তার মেধার সর্বোচ্চ বিকাশ ঘটিয়ে আকাশছোঁয়া যোগ্যতা অর্জন করেন এবং সেই যোগ্যতার সাথে যদি নৈতিকতার সমন্বয় না হয়, তবে তার মেধা মানবতার বিকাশের পরিবর্তে মানবতাকে ধ্বংসের কাজে ব্যবহৃত হয়। তিনি গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে আন্তর্জাতিক বিষয়ক ও শিক্ষার্থী কল্যাণ বিভাগের আয়োজনে দিয়ানত ফাউন্ডেশন ও ওয়ামি স্কলারশিপধারী ছাত্রীদের নিয়ে দিনব্যাপী এক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। প্রশিক্ষণের মূল প্রতিপাদ্য ছিল ‘উম্মাহর নেতৃত্বের জন্য তরুণদের ক্ষমতায়ন’। তিনি আরো বলেন, আইআইইউসির স্লোগান ‘কোয়ালিটি ইয়ুথ, মোরালিটি’। এই দু’টির সমন্বয়েই মানুষের ইহকাল ও পরকাল উভয় জীবন সফল হতে পারে।বিশেষ অতিথি ছিলেন আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজ সদস্য প্রফেসর ড. আবু বকর রফিক এবং ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান। উপস্থিত ছিলেন ছাত্রকল্যাণ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মুহাম্মদ মাহফুজুর রহমান, উপপরিচালক মো. এরশাদউল হক, অতিরিক্ত পরিচালক মোহাম্মদ কামাল উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে অমন্ত সেন হত্যায় অভিযুক্ত যুবক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধকিছু দলের পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জাতির সাথে তামাশা