আত্মবেদ

আবু মুসা চৌধুরী | রবিবার , ৪ সেপ্টেম্বর, ২০২২ at ৬:০৬ পূর্বাহ্ণ

আমার এসব তুচ্ছ চরণ
ছড়িয়ে দিলেম…
জোয়ার জলে,
স্রোতের টানে পলির মতো-
গূঢ় গানের কলির মতো
হাওয়ায় হাওয়ায়…
ভেসে ভেসে,
ফিরবে না আর বেলাশেষে;
পোষা নদীর ঘাট-আঘাটায়,
মলিন আমার পোড়া দেশে-
কালিদাসও বার্তা পাঠায়…
তবুও এসব
ছড়িয়ে দিলেম-
উল্টোদিকে
গড়িয়ে দিলেম
নালাপাড়া-পাথরঘাটায়।

পূর্ববর্তী নিবন্ধআঞ্চলিক-এর শুভ সূচনা
পরবর্তী নিবন্ধঅব্যবস্থাপনার যাঁতাকলে ঝরে গেলো শিক্ষকের প্রাণ