আত্মবিশ্বাসই বাঁচার শক্তি

মোঃ আসিফ ইকবাল | রবিবার , ৬ এপ্রিল, ২০২৫ at ৯:০৩ পূর্বাহ্ণ

মানুষ প্রতিনিয়ত নানা স্বপ্নে বিভোর থাকে। মানুষের সাফল্যের পেছনের মূল শক্তি আত্মবিশ্বাস। আত্মবিশ্বাসই একজন মানুষকে তার আপন সাফল্যের গন্তব্যে পৌঁছে দিতে সক্ষম হয়। সাফল্যকে নিজের আয়ত্তে আনতে হলে আত্মবিশ্বাস জরুরি। আত্মবিশ্বাস ছাড়া কোনো কাজে সাফল্য কখনো সম্ভব না। আত্মবিশ্বাসের জোরে মানুষ বারেবারে ঘুরে দাঁড়ায়, অসম্ভবকে সম্ভব করে তোলে। আত্মবিশ্বাসের বলে মহিয়ান হয়ে মানুষ সাধনা করে তার কাঙ্ক্ষিত সাধনা অর্জন করে নিতে সক্ষম হয়। মূলত আত্মবিশ্বাসই প্রতিটি মানুষের বেঁচে থাকার প্রেরণা, অদম্য শক্তি হিসেবে কাজ করে। তাই জীবনের লড়াই সংগ্রামে আমাদের কখনো হতাশ হওয়া চলবে না। আত্মবিশ্বাসের সীমাহীন স্পৃহায় আমাদের সদা এগিয়ে যাওয়ার অবলম্বন খুঁজতে হবে। মানুষের জীবনজুড়েই নানা প্রতিকূলতা কাজ করে, নানা সংকট, নানা সমস্যা থাকবে কিন্তু সব সমস্যা সমাধানে আত্মবিশ্বাসই সহায়ক শক্তি হিসেবে কাজ করে। মনে রাখতে কোন দুঃখ, দুর্দশা কিংবা সমস্ত প্রতিকূলতায় ভেঙে পড়া চলবে না। আমাদেরকে সামনের পানে, লক্ষ্যের দিকে ছুটে চলতে হবে আত্মবিশ্বাসকে আগলে রেখে নিজের সামগ্রিক পথাচলাকে সাফল্যের কাজে লাগাতে হবে। আত্মবিশ্বাসই একজন মানুষকে সাফল্যের চূড়ান্ত জায়গায় এগিয়ে নিতে সক্ষম হয়। মানুষ হিসেবে আমাদের প্রত্যেকের জীবনে কমবেশি স্বপ্নভঙ্গের গল্প অন্তর্নিহিত রয়েছে। সমস্ত ভাঙাগড়ার মাঝেও আমাদেরকে আত্মবিশ্বাসের সোপানে এগিয়ে যাওয়ার সিঁড়ি অবলম্বন করতে হবে। আমাদের প্রতিটি কাজে যেমন শতভাগ মনোযোগী হওয়া জরুরি, অনুরূপ প্রতিটি কাজের জন্য আমাদের প্রচুর আত্মবিশ্বাসও থাকতে হবে।

পূর্ববর্তী নিবন্ধবেদনা ভুলিতে চাই
পরবর্তী নিবন্ধঅন্যায় কাজ পরিহারের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করাই নামাজের মূল উদ্দেশ্য