আত্মপ্রীতি

শুকলা আচার্য্য

| বৃহস্পতিবার , ১১ ডিসেম্বর, ২০২৫ at ৮:০২ পূর্বাহ্ণ

নিজেকে ভালো রাখতে হবে

নিজেকে ভালো বাসতে হবে

এই কথাটা বোঝেন যারা

দিনের শেষে সুখী তারা।

কার কী গেলো, কার কী হলো

অত দেখার সময় কই?

নিজের পাওনা ষোল আনা

বুঝে পেলে ধন্য হই।

দায়ের বেলায় শূন্য সবি

অধিকারের ছাড় হবে না,

নিজেকে ভালো থাকতে হলে

এমন সূত্র মন্দ তো না।

অন্যের কী করার ছিল

সে বিষয়ে সোচ্চার,

নিজের কী করার কথা

ভূমিকাতেই নির্বিকার।

বোকার দলে সূত্র ভুলে

গাধার মতো জীবন ঠেলে,

ভালো থাকার রসদ খুঁজে

নিজে বাদে সবার মূলে।

পূর্ববর্তী নিবন্ধএই দিনে
পরবর্তী নিবন্ধকীর্তি কথা