আত্মপ্রত্যয়ী হয়ে এগিয়ে যেতে হবে নারীদের

লেডিস ক্লাবের সাহিত্য সভায় বক্তব্য

| বৃহস্পতিবার , ৬ নভেম্বর, ২০২৫ at ৯:৫৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম লেডিস ক্লাবের উদ্যোগে গতকাল বুধবার সাহিত্য বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ক্লাব সভানেত্রী খালেদা আউয়াল। নারী নির্যাতন ও সহিংসতা বিষয়ে আলোচনায় অংশ নেন ক্লাবের সহ সভানেত্রী সাবিহা মুসা, সম্পাদিকা বোরহানা কবির, সদস্যা মর্জিনা আখতার ও স্বরচিত কবিতা পাঠ করেন সদস্যা আলেয়া চৌধুরী। কথামালায় অংশ নেন পারভিন জালাল, মিনু আলম, আক্তার বানু ফ্যান্সী, কোষাধ্যক্ষ সৈয়দা শামীম কাদের সুরমা, কোহিনুর হোসাইন, ডা. হাফসা সালেহ, রোকেয়া বারী, রওশন আক্তার, সেলিনা মাহবুব, লায়লা ইব্রাহিম বানু।

আলোচকরা বলেন, নারী লেখকদের সাহিত্য চর্চায় বেশি বেশি এগিয়ে আসতে হবে। তাদের লেখালেখিতে নারীদের প্রতি সমাজবৈষম্য, নির্যাতন, সহিংসতা ইত্যাদি তুলে আনতে হবে। সাহিত্যে নারীদের সাফল্যগাথাসহ প্রাকৃতিক বিষয় আশয় চিত্রিত করতে হবে। তারা আরো বলেন, সাহিত্যিকদের স্বাবলম্বি ও আত্মনির্ভরশীল হওয়ার লক্ষ্যে নারীদের সচেতন করে তুলতে হবে। বর্তমান অবক্ষয়িত সমাজসংসারের বাস্তব কাহিনী সাহিত্যের বিভিন্ন মাধ্যমে প্রকাশ করতে হবে। মূলত নারীদের আত্মপ্রত্যয়ী হয়ে সম্মিলিত প্রয়াসে এগিয়ে যেতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবরকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান
পরবর্তী নিবন্ধমাটিরাঙায় লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়নামিক সিটির স্বাস্থ্যক্যাম্প