আত্মপরিশুদ্ধি ও ভাবের বৈপ্লবিক জাগরণে সূফিবাদীদের ঐক্য গড়ে তোলা সম্ভব

মতবিনিময়ে মুফতি সৈয়দ অছিয়র রহমান

| মঙ্গলবার , ২৬ নভেম্বর, ২০২৪ at ১০:৩১ পূর্বাহ্ণ

সুফিবাদী ঐক্য ফোরাম নেতৃবৃন্দের সাথে সাংবাদিকদের মতবিনিময় ও আলোচনা সভা সংগঠনের চেয়ারম্যান নুর মোহাম্মদ রানার সভাপতিত্বে গতকাল সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন হলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মুফতি সৈয়দ অছিয়র রহমান আলকাদেরী। সংগঠনের মহাসচিব মাস্টার মুহাম্মদ আবুল হোসাইনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সৈয়দ মারুফ বিন কাদের মাইজভান্ডারী, কাজী মুহাম্মদ ছাদেকুর রহমান হাশেমী, সৈয়দ মোরশেদুজ্জামান আমেরী, ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের জিএম (মার্কেটিং) মো. আবদুর রহিম, আশেকুর রহমান, সোহেল মো. ফখরুদ দীন, মুহাম্মদ ইলিয়াছ সোহেল, মতি মিয়া মনছুর, আবদুল কাদের চাঁদ মিয়া, নিজাম উদ্দিন আশরাফী, ছালেকুক মওলা, সৈয়দ রেজাউল করিম এয়াকুবী, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, নাজিম উদ্দীন মিয়াজী, মোহাম্মদ নেজাম, এস এম আকাশ, মুহাম্মদ ইছমাইল, সৈয়দ সালাহ উদ্দিন খোকন, আয়ুব মিয়াজী, মুহাম্মদ আলমগীর ইসলাম বঈদী, নূর রায়হান চৌধুরী প্রমুখ। বক্তারা বলেন, ত্যাগ, পরিশুদ্ধি ও ভাবের বৈপ্লবিক জাগরণের মাধ্যমে সুফিবাদীদের ঐক্য গড়ে তোলা সম্ভব। নবী করিমের (.) প্রেমে উদ্বুদ্ধ হয়ে আউলিয়ায়ে কেরামের সান্নিধ্যে এসে তাসাওউফের শিক্ষা চর্চা, অনুসরণ ও অনুকরণ অত্যন্ত জরুরি। বক্তারা সম্প্রতি দেশের বিভিন্ন জেলাউপজেলায় একটি চিহ্নিত গোষ্ঠীকর্তৃক ওলি আউলিয়ার মাজার ভাঙচুর, ধর্মীয় উপাসনালয়ে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচুয়েটে পাবলিক প্রকিউরমেন্ট শীর্ষক কর্মশালা
পরবর্তী নিবন্ধইসলামী শাসনব্যবস্থা কায়েম করতে সৎ ও নিষ্ঠাবান নেতৃত্ব গড়তে হবে