আত্মদহন

শারমীন সুলতানা | বৃহস্পতিবার , ২২ মে, ২০২৫ at ৭:১৬ পূর্বাহ্ণ

একদিকে কর্তব্যের বেড়াজাল

একদিকে আত্ম প্রশান্তি

একদিকে লোহিত ধারা ধাবমান

একদিকে ধমনীর প্রস্বরণ

কাকে অস্বীকার করি!

জীবন চলার ধাবমানতায়

একটি অভীপ্সাকে সঞ্চিত করে

এক পা এগুলে সহসাই

দুপা পিছিয়ে যাই

মগজে বিবেক নামের রিপুটা

আমাকে দংশন করে বারবার।

আমি প্রতিনিয়ত জীবন মৃত্যুর সন্ধিক্ষণে

কেবল লুলোপতাকে পরাজিত করতে চাই

জানি রক্ত মাংসের এ মগজ

প্রায়শই স্রোতের অনুকূলে গা ভাসায়।

দ্বিধা কখনও অক্টোপাসের মতো

জড়িয়ে আমাকে বিরত রাখে

ওই সব স্বার্থদ্বন্দ্ব থেকে…..

পূর্ববর্তী নিবন্ধবিপন্ন আবেগ
পরবর্তী নিবন্ধপ্রাচীন পুঁথির গান