চট্টগ্রাম লেডিস ক্লাবের মিলাদ মাহফিলে বক্তারা বলেছেন, পবিত্র আশুরার গুরুত্ব মানবজীবনে অপরিসীম। কারবালার ঘটনা ইসলামের ইতিহাসে এক অনন্য অধ্যায়। এটি মুসলিম উম্মাহর জন্য অবিস্মরণীয়। এই দিনে রাসুলের প্রিয় দৌহিত্র অন্যায়, অবিচারের বিরুদ্ধে ন্যায়-নীতি ও সত্যের জন্য লড়াই করে শাহাদাত বরণ করেছিলেন। অন্যায়ের কাছে মাথা নত করেননি তিনি। ইসলাম ও সত্য প্রতিষ্ঠার জন্য সপরিবারে নিজের জীবন বিসর্জন দিয়েছেন তিনি। তাঁর এই আত্মত্যাগ মুসলিম জাহানে চিরস্মরণীয় হয়ে থাকবে। মূলত জীবন উৎসর্গের মধ্য দিয়ে এই বার্তাই তিনি দিয়েছেন, আত্মত্যাগ মানুষকে মহীয়ান করে।
চট্টগ্রাম লেডিস ক্লাবের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে গতকাল আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন ক্লাব সভানেত্রী খালেদা আউয়াল। ক্লাব সম্পাদিকা বোরহানা কবিরের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন ক্লাব উপদেষ্টা সেরীনা তাহের, সাবেক সভানেত্রী জিনাত আজম, সহসভানেত্রী পারভিন জালাল, সাবিহা মুসা ও পারভিন চৌধুরী, সহসম্পাদিকা আক্তার বানু, সাংবাদিক ডেইজি মউদুদ, ডা. হাফসা সালেহ, শামীম আরা আহাদ, রুহি মোস্তফা, আফরোজা বুলবুল তাহের, খালেদা আক্তার চৌধুরী, মেহের আফরোজা হাসিনা, মুনিরা হুসনা, হাজেরা আলম মুন্নী, শাহেদা আখতার নাসরীন, নাজনীন আরা, মাইনু নিজাম আশরাফুন্নেসা, লায়লা বেগম, রোকেয়া চৌধুরী, মরিয়ম বেগম, রোকেয়া আহমদ, রওশন আক্তার, ফেরদৌসী আরা বেগম, গুলসানা আলী, সামশুন নাহার করিম, লায়লা ইব্রাহিম বানু, অধ্যাপিকা আলেয়া চৌধুরী, রেহানা আকতার করিম কাজী রুনু বিলকিস। শেষে রেহানা আকতার করিমের পরিচালনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।










