নগরীর আতুরার ডিপো এলাকা থেকে বায়েজিদ থানা আওয়ামী লীগের সহ–সভাপতি জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে পাঁচলাইশ থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।
পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় এজহারভুক্ত আসামি। তাকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।