নগরের আতুরার ডিপো এলাকার একটি তৈরি পোশাক কারখানার ঝুট (টুকরা) কাপড়ের গুদাম আগুনে পুড়েছে। সোমবার (১ মার্চ) দিনগত রাত ১টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
এরপর বায়েজিদ ও চন্দনপুরা স্টেশন থেকে চারটি গাড়ি পাঠানো হয়। মঙ্গলবার (২ মার্চ) সকাল পৌনে আটটার দিকে আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, বায়েজিদ ফায়ার স্টেশন থেকে তিন কিলোমিটার দূরে মোহাম্মদ ইসমাইলের গুদাম ও খোলা জায়গায় রাখা ঝুট কাপড়ে আগুন লাগার ঘটনা ঘটে। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষ জানানো হবে।-বাংলানিউজ