‘আতাউর রহমান খান কায়সার আমৃত্যু বঙ্গবন্ধুর আদর্শে কাজ করেছেন’

চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্রলীগ পরিষদের স্মরণসভা

| মঙ্গলবার , ১৮ অক্টোবর, ২০২২ at ৫:৪৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্রলীগ পরিষদের উদ্যোগে আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আতাউর রহমান খান কায়সারের ১৩ তম মৃত্যুবার্ষিকীর স্মরণসভা গত ১৫ অক্টোবর জেলা ক্রিসেন্টের হলরুমে অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি ডা. শেখ শফিউল আজমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন প্রফেসর অধ্যক্ষ চৌধুরী মোহাম্মদ মনজুরুল হক। পরিষদের যুগ্ম সম্পাদক জসিম উদ্দীন আহমদ চৌধুরীর পরিচালনায় এতে আলোচনায় অংশ নেন পরিষদের জ্যেষ্ঠ সহ সভাপতি এ এম মাহবুব চৌধুরী, জেসমিন সুলতানা পারু, ইউছুফ সিকদার, জাফর আহমদ, অ্যাড. মুজিবুল হক চৌধুরী, লিয়াকত আলী খান, নিবেন্দু বিকাশ চৌধুরী, মো. শাহজাহান চৌধুরী, মো. নাজিম উদ্দীন চৌধুরী, আব্দুর রহমান, কাজী আবদুল হাই, এম. হামিদ হোছাইন, অ্যাড. নাসরিন আক্তার চৌধুরী, অধ্যাপিকা নিশাত হাসিনা শিরিন, মেরাজ তাহসিন শফি, অ্যাড. দীপক কান্তি দত্ত, মো. আবদুল কাইয়ুম, তরুণ রায়, লায়ন মো. আবদুল কাইয়ুম, অধ্যাপক মো. ফরিদ আহমদ, প্রফেসর ড. ওমর ফারুক মিয়াজী, অধ্যাপিকা ফাতেমা আকতার, মো. আলাউদ্দীন, সিরাজুল হক, মো. আাসিফ ইকবাল, এস এম শহীদুল ইসলাম, মেজবাহ উদ্দীন লিটন, মো. সাইফুদ্দীন, মো. ইউছুফ, সোহাইল উদ দোজা সোহেল, তাশরিফুল ইসলাম, আবু মো. আরিফ, ইমতিয়াজ আহমদ, প্রাণেশ কুমার বড়ুয়া, অচিন্ত্য কুমার দাস প্রমুখ। সভায় প্রধান অতিথি বলেন, আতাউর রহমান একজন সজ্জন, মেধাবী ও দেশপ্রেমিক রাজনীতিবিদ ছিলেন। আমৃত্যু তিনি বঙ্গবন্ধুর আদর্শে চির অবিচল থেকে কাজ করে গেছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘বাংলাদেশ ও বৈশ্বিক রাজনীতি’ গ্রন্থের পাঠ উন্মোচন ও আলোচনা
পরবর্তী নিবন্ধইঞ্জিনিয়ার আবদুল খালেক সাংবাদিকতা জগতে আলোড়ন সৃষ্টি করেছিলেন