মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেওয়া শুল্কের পাল্টায় প্রধান অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বী চীন যে পদক্ষেপ নিয়েছে তার কড়া সমালোচনা করে বলেছেন, বেইজিং ভুল করেছে, তারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। খবর বিডিনিউজের।
শুক্রবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া আরেক পোস্টে তিনি ক্রমবর্ধমান বাণিজ্য যুদ্ধ ঘিরে শেয়ার বাজারের পতনকে নিয়ে মার্কিনিদের দুশ্চিন্তাগ্রস্ত না হতে বলেছেন। বলেছেন, এটা ধনী হওয়ার ভালো সুযোগ।
বুধবার ট্রাম্প যে শুল্ক নীতি ঘোষণা করেছেন তার ধাক্কায় টানা দ্বিতীয় দিনেও বিশ্বের প্রায় সব শেয়ার বাজারে পতন দেখা গেছে।
মার্কিন ফেডারেল রিজার্ভ চেয়ারম্যান জেরোম পাওয়েল সতর্ক করে বলেছেন, ট্রাম্পের শুল্কে মূল্যস্ফীতি বাড়তে পারে, প্রবৃদ্ধি কমতে পারে।
শুক্রবারও ওয়াল স্ট্রিটের অব্যাহত পতন দেখা গেছে, একই অবস্থা এশিয়া ও ইউরোপের প্রায় সব শেয়ার বাজারে। যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে নিবন্ধিত সুপরিচিত কোম্পানিগুলোর স্টক মার্কেট ইনডেক্স ডাউ জোন্স পড়েছে ৫ দশমিক ৫ শতাংশ, এসঅ্যান্ডপি পড়েছে ৫ দশমিক ৯৭ শতাংশ।
ট্রাম্পের অর্থনৈতিক স্বাধীনতার দিনে ঘোষিত শুল্কের পর এ পর্যন্ত মার্কিন আর্থিক বাজারে ৬ লাখ কোটি ডলারের বেশি ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে। এ নিয়ে মোটেও অনুতাপ নেই মার্কিন প্রেসিডেন্টের। উল্টো বলেছেন, আমার নীতি কখনোই বদলাবে না। এটা ধনী হওয়ার জন্য চমৎকার সময়।
ট্রাম্প যেসব দেশের ওপর পাল্টা সম্পূরক শুল্ক চাপিয়েছেন তার মধ্যে চীনের পণ্যে দেওয়া ৩৪ শতাংশ শুল্কের বদলায় বেইজিংও যুক্তরাষ্ট্র থেকে আমদানি পণ্যে একই হারে শুল্ক বসিয়েছে। এখানেই ক্ষান্ত হয়নি তারা, বিশ্ব বাণিজ্য সংস্থায় মামলারও হুমকি দিয়েছে। পাশাপাশি চীন চিকিৎসা খাত ও ইলেকট্রনিক্স প্রযুক্তিতে লাগে এমন দুর্লভ খনিজ উপাদান রপ্তানিতে বিধিনিষেধ দিচ্ছে।