আতঙ্কিত হয়ে অতিরিক্ত নিত্যপণ্য কিনবেন না : ক্যাব

| সোমবার , ৫ এপ্রিল, ২০২১ at ১০:৫৮ পূর্বাহ্ণ

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে লকডাউনকালে আতঙ্কিত হয়ে অতিরিক্ত নিত্যপণ্য ক্রয় ও মজুদ না করার আহ্বান জানিয়েছেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম বিভাগীয় ও নগর কমিটির নেতারা। গতকাল রোববার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ক্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এসএম নাজের হোসাইন, চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, নগরের সভাপতি জেসমিন সুলতানা পারু, সাধারণ সম্পাদক অজয় মিত্র শংকু ও চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি আবদুল মান্নান এ আহ্বান জানান।
ক্যাব নেতারা বলেন, গতবছরও একইভাবে অনেক ভোক্তা লকডাউনের ঘোষণা দেওয়ার পর একসঙ্গে অনেক নিত্যপণ্য এমনকি চাল, ডাল, আলু, ভোজ্যতেল, সাবান, হ্যান্ডস্যানিটাইজার, স্যাভলন, ডেটল, ওষুধ, অক্সিজেন সিলিন্ডার মজুদ করে নিজের বাসগৃহকে গুদামে পরিণত করেন। কিন্তু ২ মাস যেতে না যেতেই পণ্যগুলি মেয়াদোত্তীর্ণ কিংবা নষ্ট হতে শুরু করে। আবার একসঙ্গে এভাবে হুমড়ি খেয়ে পণ্য কিনতে ঝাঁপিয়ে পড়ায় ব্যবসায়ীরা দাম ২-৩ গুণ বাড়িয়ে দেন। ফলে ক্রেতারা বেশি দামে কিনতে বাধ্য হন। কিন্তু ১ মাস যেতে না যেতেই দাম কমে অর্ধেকে নেমে আসে।
ক্যাব নেতারা বলেন, পবিত্র রমজান এলেই আমাদের দেশের কিছু ধনাঢ্য ব্যক্তি, রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠান প্রতিযোগিতা করে ইফতার সামগ্রী বিতরণ করে থাকেন। আবার অনেকে বেশি বরকত লাভের আশায় ইফতার মাহফিলের আয়োজন করে থাকেন। কিন্তু পুরো রমজান মাসজুড়ে সাধারণ দরিদ্র মানুষ যেন ইফতার ও সেহেরি সাশ্রয়ী মূল্যে খেতে পারেন তার জন্য কিছু না করে অনেকটা রাজনৈতিক উদ্দেশ্য বা সুনাম কুড়ানোর জন্য এসব আয়োজনে সাধারণ মানুষের একবেলা ইফতার জুটলেও পুরো মাসে ইফতার সামগ্রীসহ নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের চরম ঊর্ধ্বগতিতে জনজীবন অতিষ্ঠ হয়। সেখানে তারা কোনো ভূমিকা না রেখে নিজের কর্তৃত্ব জাহির করার জন্য ইফতার সামগ্রী বিতরণের আয়োজন করে, যা সাধারণ মানুষের জীবনযাত্রায় তেমন সহায়ক ভূমিকা রাখছে না। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসড়ক দুর্ঘটনায় গোয়েন্দা কর্মকর্তার মৃত্যু
পরবর্তী নিবন্ধমেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ