আড়াই মাসে সিভাসুর ৪৬১ শিক্ষক, কর্মকর্তা কর্মচারীকে প্রশিক্ষণ দিল আইকিউএসি

| বৃহস্পতিবার , ২০ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:১৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) কর্মচারীদের জন্য অফিস ব্যবস্থাপনা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলনকক্ষে আয়োজিত অফিস ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান। আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. . নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. আবুল হোসেন। ধন্যবাদ জ্ঞাপন করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. মো. আহাদুজ্জামান অফিস ব্যবস্থাপনা বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের হাতেকলমে শিক্ষাদানের উদ্দেশ্যে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্স পার্সন ছিলেন সিভাসু’র রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমাম এবং পরিচালক (অর্থ ও হিসাব) মো. আবুল কালাম । দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় ৫০ জন কর্মচারী অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, আইকিউএসি’র উদ্যোগে গত ৭ ডিসেম্বর ২০২৪ থেকে ১৮ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত সিভাসু’র ৪৬১ জন শিক্ষককর্মকর্তাকর্মচারীকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এটিএফ (একাডেমিক ট্রান্সফরমেশন ফান্ড) সাবপ্রজেক্ট প্রপোজাল রাইটিং, রিসার্চ মেথডোলজি অ্যান্ড ডেটা অ্যানালাইসিস, পেডাগজি (শিক্ষাবিদ্যা), অফিস ব্যবস্থাপনাবিষয়ক পৃথক পৃথক আটটি প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের মাধ্যমে আইকিউএসি সিভাসু’র এসব শিক্ষককর্মকর্তাকর্মচারীদের প্রশিক্ষণ দিয়ে থাকে। প্রশিক্ষণ কর্মশালাগুলোতে সিভাসু, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, অধ্যাপক এবং উচ্চপদস্থ কর্মকর্তারা রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধপুকুর পাড়ে সমন্বিত চাষ, ফলন আসছে বার মাস
পরবর্তী নিবন্ধবাংলাকে বৈশ্বিক প্রেক্ষাপটে তুলে ধরা প্রত্যেক নাগরিকের নৈতিক দায়িত্ব