আড়াই ঘণ্টা পর নগরীর হালিশহরে ধরা পড়লো চট্টগ্রাম আদালত থেকে পালানো আসামি। বিষয়টি দৈনিক আজাদীকে নিশ্চিত করেছে ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ কমিশনার নিশান চাকমা।
তিনি জানান, রবিবার সকালে চট্টগ্রাম আদালত থেকে সাজার রায় শুনে এজলাস থেকে কারাগারের গাড়ীতে তোলার সময় পালিয়ে যায় চেক মামলার সাজাপ্রাপ্ত এক আসামি। আড়াই ঘণ্টার পর তাকে ফের গ্রেপ্তার করেছে পুলিশ।
দণ্ডপ্রাপ্ত ওই আসামি হলেন মো. সাইফুল করিম খান। তিনি নগরের হালিশহরের বজলুল করিম খানের ছেলে।