আড়াই কোটি টাকার মহিষের মাংসের নিলাম ৯ অক্টোবর

দুই কিলোমিটার এলাকাজুড়ে মাইকিংয়ের সিদ্ধান্ত

আজাদী প্রতিবেদন | শনিবার , ৭ অক্টোবর, ২০২৩ at ৫:৩৯ পূর্বাহ্ণ

হিমায়িত মহিষের মাংসের নিলামে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। আগামী ৯ অক্টোবর সকাল সাড়ে ১১ টায় প্রকাশ্য নিলামের সময় নির্ধারণ করে একদিন আগে আশপাশের দুই কিলোমিটার এলাকায় মাইকিং করে প্রচারণার নির্দেশনা দেয়া হয়েছে। প্রতিবেশি দেশ ভারত থেকে আমদানি করা হয়। আমদানিকারকরা খালাস না করায় কাস্টমস কর্তৃপক্ষ এই নিলামের আয়োজন করছে। ২৭ হাজার ৯৮০ কেজি (প্রায় ২৮ টন) হিমায়িত মাংসের সংরক্ষিত মূল্য ধরা হয়েছে ২ কোটি ৪৪ লাখ ৮৪ হাজার ৩৯৩ টাকা।

চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব কর্মকর্তা তুহিন চৌধুরী দৈনিক আজাদীকে বলেন, এবার প্রায় ২৮ টন মহিষের মাংস প্রকাশ্য নিলামে তোলা হচ্ছে আগামী ৯ অক্টোবর। সে জন্য দুই কিলোমিটার এলাকাজুড়ে মাইকিংয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

উল্লেখ্য, আমদানিকৃত পণ্য জাহাজ থেকে বন্দর ইয়ার্ডে নামার ৩০ দিনের মধ্যে সরবরাহ নিতে হয়। এই সময়ের মধ্যে কোনো আমদানিকারক পণ্য সরবরাহ না নিলে তাকে নোটিশ দেয় কাস্টমস। নোটিশ দেওয়ার ১৫ দিনের মধ্যে এই পণ্য সরবরাহ না নিলে তা নিলামে তুলতে পারে কাস্টমস কর্তৃপক্ষ। এছাড়া মিথ্যা ঘোষণায় জব্দ পণ্যও নিলামে তোলা যায়। সর্বমোট ৪৫ দিনের মধ্যে নিলামে তোলার এই নিয়ম দীর্ঘদিন ধরে কার্যকর করতে পারেনি বন্দর ও কাস্টমস। এতে করে বন্দরের ইয়ার্ডে এসব কন্টেনার পড়ে থাকে। আমদানি পণ্য যথাসময়ে খালাস না নেয়ায় বন্দরগুলোতে প্রায়ই কন্টেনার জট লাগে। দিনের পর দিন কন্টেনার পড়ে থাকলেও বন্দর কর্তৃপক্ষও চার্জ পায় না।

পূর্ববর্তী নিবন্ধনির্বাচনকে বাধাগ্রস্ত করা বিদেশিরাও সমর্থন করে না : তথ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধদুই বছর ধরে নষ্ট এনজিওগ্রাম মেশিন