আঠোরো মিনিট

বিভা ইন্দু | মঙ্গলবার , ৭ মার্চ, ২০২৩ at ৫:৩৩ পূর্বাহ্ণ

রেসকোর্সের ময়দানে

আঠারো মিনিটে বজ্রভাষণে

মুজিবের সেই বুলেট আঙুল

গুড়িয়ে দিলো পাকিদের ভুল

লক্ষ বাঙালির স্বপ্নের চাষ

বাঙালি কেন হবে হুকুমের দাস!

গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে

জাতির পিতা বলেন হাঁকিয়ে।

দাবিয়ে রাখার সময় শেষ

স্বাধীন করবো আমার দেশ

প্রতিটা ঘর হোক সাহসী দুর্গ

ঘাতক ইহাহিয়াটা গবেট মুর্খ।

বুঝতে পারেনি নেতার শোর

৭ মার্চের ভাষণের জোর

জাতির পিতার তুখোড় স্লোগান।

নয়মাসে এলো বিজয় নিশান

সেই থেকে হাসে বাংলাদেশ

বাঙলা বাঙালির গৌরব অশেষ

দেশরত্ন আজ মুজিব কন্যা

বিশ্বের বিস্ময় শেখ হাসিনা।

পূর্ববর্তী নিবন্ধসাতই মার্চের ভাষণই ছিল স্বাধীনতার ঘোষণা
পরবর্তী নিবন্ধপৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয় গড়ার কারিগর একজন নারী