আঠার বছর পর সাতকানিয়া পৌরসভা আ. লীগে নতুন নেতৃত্ব

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৮ সেপ্টেম্বর, ২০২২ at ৪:৪৫ পূর্বাহ্ণ

দীর্ঘ আঠার বছর পর সাতকানিয়া পৌরসভা আওয়ামী লীগের নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। গতকাল কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন আবদুল গফুর লালু ও সাধারণ সম্পাদক হয়েছেন উপজেলা যুবলীগের সাবেক সভাপতি একেএম আসাদ।
গত শুক্রবার পৌর সদরের আলিয়া মাদ্রাসা মাঠে সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমেদ। সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব।
এদিকে গতকাল শনিবার সম্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিলর অধিবেশনে ভোটারদের প্রত্যক্ষ ভোটে সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সন্ধ্যায় ভোট গণনা শেষে কাউন্সিলের ফলাফল ঘোষণা করেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ। ঘোষিত ফলাফল অনুযায়ী, নবনির্বাচিত সভাপতি আবদুল গফুর লালু পেয়েছেন ৬৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শফিকুল ইসলাম শফি পেয়েছেন ৫৮ ভোট। অপর প্রার্থী গোলাম ফেরদৌস রুবেল পেয়েছেন ৫৪ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে একেএম আসাদ পেয়েছেন ১২১ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী মোজাম্মেল হক লিটন পেয়েছেন ৬৩ ভোট। দীর্ঘ ১৮ বছর পর সম্মেলন হল সাতকানিয়া পৌরসভা আওয়ামী লীগের। এর আগে কয়েকবার তারিখ নির্ধারণ হওয়ার পরও বিভিন্ন কারণে সম্মেলন অনুষ্ঠিত হতে পারেনি। দীর্ঘ প্রতীক্ষিত এই সম্মেলনে বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা ব্যানার ফেস্টুনে সজ্জিত হয়ে মিছিল সহকারে যোগদান করেন।
কাউন্সিল অধিবেশনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইদ্রিস, সাংগঠনিক সম্পাদক মোসলেহ উদ্দিন মনছুর, অ্যাডভোকেট জহির উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মির্জা কচির উদ্দিন, দক্ষিণ জেলা ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক শাহনেওয়াজ শাহীন, শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদুল আলম, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন এমরান, যুব ও ক্রীড়া সম্পাদক গোলাম ফারুক ডলার, সদস্য মোস্তাক আহমদ আঙ্গুর, আবুল কালাম আজাদ।

পূর্ববর্তী নিবন্ধপোশাক শিল্পে কর্মপরিবেশ বজায় রাখতে পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ
পরবর্তী নিবন্ধবনানীতে তাবিথ ও কুমিল্লায় বুলুর ওপর হামলা