২০১৪ সালের ১৭ জুন। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে পরাক্রমশালী ভারতের মুখোমুখি বাংলাদেশ। তরুণ এক পেস বোলার ভারতের বিশ্বসেরা ব্যাটারদের সামনে বল হাতে দাড়িয়ে গেলেন বুক চিতিয়ে। প্রথম ম্যাচেই ৫ উইকেট নিয়ে তাক লাগিয়ে দিলেন সেই তরুণ। এরপর তিনি বাংলাদেশের
অন্যতম সেরা পেসার। তিনি তাসকিন আহমেদ। ২০১৪ সালের ১৭ জুন নিজের অভিষেক ম্যাচে ভারতের বিপক্ষে ২৮ রানে ৫ উইকেট নিয়ে আলো ছড়ানো তাসকিন অবশ্য পরের ৪৬ ম্যাচে আর ৫ উইকেটের দেখা পায়নি। মাঝখানে তিনবার নিয়েছেন ৪ উইকেট করে। অবশেষে আবার সে কাঙ্খিত ৫ উইকেটের দেখা পেলেন তাসকিন। তাও দক্ষিণ আফ্রিকা সফরে স্বাগতিকদের বিপক্ষে । দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার আগেই তাসকিনরা সুখবর পেয়েছিলেন সে দেশে তাদের কোচ হিসেবে থাকবেন দেশটির কিংবদন্তী পেসার এলান ডোনাল্ড। আর এই সাবেক পেসারের সাথে কাজ করতে যেন মুখিয়ে ছিলেন তাসকিন। ডোনাল্ডের দিক্ষা যে তাসকিন বেশ ভাল ভাবেই রপ্ত করতে পেরেছেন সেটা প্রমাণ মিলেছে তার বোলিংয়ে। প্রথম ম্যাচে দারুণ বোলিং এর পর দ্বিতীয় ম্যাচে অবশ্য আলো ছড়াতে পারেনি। তবে গতকাল তৃতীয় ম্যাচে এসে বল হাতে ঝড় তুললেন এই পেসার। ক্যারিয়ারে দ্বিতীয়বারের মত তুলে নিয়েছেন ৫ উইকেট। দক্ষিণ আফ্রিকার মাটিতে এমন বোলিং নিঃসন্দেহে তাসকিনের ক্যারিয়ারে বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
গতকাল ইনিংসের অষ্টম ওভারে বল হাতে নেন তাসকিন। নিজের তৃতীয় ওভারে এসে উইকেটের দেখা পর তাসকিন। ফেরান ভেরান্নেকে। এরপর বল হাতে আগুন ঝরিয়েছেন তাসকিন। ২৯ তম ওভারে কাগিসু রাবাদাকে ফিরিয়ে নিজের ৫ উইকেট পূরণ করেন তাসকিন। শেষ পর্যন্ত ৯ ওভার বল করে ৩৫ রান খরচায় নিয়েছেন ৫ উইকেট।
ক্যারিয়ারের ৪৮ তম ম্যাচ খেলে তাসকিন নিয়েছেন ৬৭ উইকেট। মাঝখানে কিছুটা নিজের ছন্দ হারিয়ে
ফেলেছিলেন। সে সাথে ইনজুরির সাথেও লড়াই করতে হয়েছে তাকে। তাই খানিকটা পিছিয়ে পড়েছিলেন তাসকিন। তবে যখনই ফিরেছেন তখন নিজের সেরা রূপে ফিরেছেন।
এরই মধ্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে খেলার ডাক পেয়েছেন তাসকিন। কিন্তু তিনি আগে দেশের হয়ে খেলবেন বলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। তাসকিন জানান তার কাছে দেশ আগে। বাকি সব পরে। দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে সিরিজটা দারুণ কেটেছে তাসকিনের। এখন টেস্ট সিরিজের জন্য অপেক্ষা।